নিজস্ব প্রতিনিধিঃ চলতি আইএসএলে প্রায় প্রতি ম্যাচেই ভুল রেফারিংয়ের শিকার হচ্ছে দলগুলো। সবচেয়ে বেশি ভুক্তভোগী ইস্টবেঙ্গল। রেফারিং নিয়ে আগেই নড়েচড়ে বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। এবার এসসি ইস্টবেঙ্গলের আর্জি মেনে নিল ফেডারেশন ও এফএসডিএল। গোয়া ম্যাচে রেফারির ভুল প্রমাণিত। অধিনায়ক ড্যানি ফক্সের উপর থেকে নির্বাসন তুলে নিল তারা। ফলে আজ শনিবার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এই সেন্ট্রাল ডিফেন্ডারের খেলতে কোনও বাধা রইল না।
শনিবার সকালে আরও একবার গত ম্যাচের ভিডিয়ো ফুটেজ দেখতে বসেন ফেডারেশন কর্তারা। দেখা যায়, ফক্সের ট্যাকল কোনওমতেই ‘ফাউল’ নয়। তাই লাল কার্ড দেখানোর প্রশ্ন ছিল না। নিজেদের ‘ভুল’ বুঝতে পেরে ফক্সের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এআইএফএফ।
যদিও হেড কোচ রবি ফাওলারের এক ম্যাচের নির্বাসন বহাল রয়েছে। তাঁর পরিবর্তে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে বেঞ্চে বসবেন দলের সহকারী কোচ টনি গ্র্যান্ট। ফক্সের নির্বাসন প্রত্যাহার করিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯০ মিনিটের যুদ্ধে নামার আগে একটি ম্যাচ জিতে নিল লাল-হলুদ ব্রিগেড।
লাগাতার ভুল সিদ্ধান্তের জন্য আগেই দুই রেফারিকে শাস্তি দিয়েছিল ফেডারেশন। তাই আইএসএলের দ্বিতীয় পর্বে আর রেফারিং করতে পারবেন না ওই দুই রেফারি। প্রথম পর্বের ৫০টি ম্যাচে ১৩ জন রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। তার মধ্যে একটি ম্যাচ পরিচালনা করেই চোটের কবলে পড়ে বায়ো-বাবলের বাইরে চলে যান। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও দুই রেফারি। ফলে আইএসএলের দ্বিতীয় পর্বে রেফারিং সমস্যায় পড়তে পারে এফএসডিএল।