Home খেলাধুলাফুটবল ব্রাইটকে সামনে রেখে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর লড়াই ইস্টবেঙ্গলের

ব্রাইটকে সামনে রেখে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর লড়াই ইস্টবেঙ্গলের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ আইএসএলের মঞ্চে নতুন বছরে ঘুরে দাঁড়াতে ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলারের তুরুপের তাস হতে পারেন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে। লিগে জয় এখনও অধরা। তাই নবাগত স্ট্রাইকার ব্রাইট এনোবাখারেকে সামনে রেখেই রবিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছেন এসসি ইস্টবেঙ্গল কোচ। বহু প্রতীক্ষিত জয় দিয়ে নতুন বছরটা শুরু করতে চান লিভারপুল কিংবদন্তি।

লিগে গত দুই মাস শুধুই ব্যর্থতা। ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। তবে লাল-হলুদের প্রতিপক্ষের অবস্থাও ভাল নয়। সমসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১১ দলের ইন্ডিয়ান সুপার লিগে শেষ স্থানে রয়েছে ওড়িশা এফসি। তবে স্টুয়ার্ট ব্যাক্সটারের এই দলটাই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে-মোহনবাগানকে বেগ দিয়েছিল। শেষ মুহূর্তের গোলে সেই ম্যাচে জিতেছিল আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল। সেটা রবি ফাওলার ভালমতোই জানেন।

ওড়িশা এফসির বিরুদ্ধে নামার ২৪ ঘণ্টা আগে ফাওলার তাঁর তরুণ নাইজেরীয় স্ট্রাইকার সম্পর্কে বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই এমন একজন চতুর, কৌশলী স্ট্রাইকার চেয়েছিলাম। ব্রাইট যে পারফেক্ট নম্বর ৯, সেটা এখনও বলার সময় আসেনি। তবে ওর উপস্থিতি বিপক্ষের চিন্তা বাড়াবে। এই ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। তাই আশা করি ব্রাইট লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে। তবে কোয়ারেন্টিন শেষ করে মাঠে নেমে পারফরম্যান্স করা মোটেও সহজ ব্যাপার নয়।’ অবশ্য রবিবার শুরু থেকে ব্রাইট খেলবেন কিনা খোলসা করেননি ফাওলার।

এদিকে, রক্ষন মজবুত করার লক্ষ্যে নতুন বছরের শুরুতেই ট্রান্সফার উইন্ডোয় ইস্টবেঙ্গল সই করিয়ে নিল রাজু গায়কোয়াড় ও অঙ্কিত মুখার্জিকে।

Courtesy : SC East Bengal

Related Articles

Leave a Comment