কলকাতা টুডে ব্যুরো: জন্ম-মৃত্যু শংসাপত্র সার্টিফিকেট দেওয়ার কাজ কিছুদিন বন্ধ ছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন কর্মীরা। এখন কিছু ব্যাকলগ আছে কিছুদিন এই সমস্যা মিটে যাবে।এদিন জানালেন কলকাতি পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।তিনি জানালেন,”ভবিষ্যতে যদি বাড়িতে সার্টিফিকেট হোম ডেলিভারি দেওয়া যায় তার চিন্তাভাবনা রয়েছে।”
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
মেয়র বললেন ,”জলাশয় বন্ধ করা পুরসভা। ওয়েবসাইটে পুকুরের তালিকা দেওয়া থাকছে। কাউন্সিলরদের বলবো মিলিয়ে দেখে নিন। যদি কোন লোকেশন অ্যাড্রেস না থাকে তাহলে পুরসভাকে জানান।”
আরও পড়ুনঃনেতাজির 125 তম জন্ম দিবস উপলক্ষে অভিনব ট্রাম এর আয়োজন রাজ্য সরকারের, উদ্বোধন করলেন মদন মিত্র
তিনি জানান ,”পুরসভাকে রাজ্য সরকার 42 কোটি টাকা দিয়েছে। 2006 সালের পর আবার পুরসভার কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক সিস্টেম আপডেট করা হবে। এখন তথ্যপ্রযুক্তির আলাদা মেয়র পরিষদ করা হয়েছে। পুরসভাকে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর করা হবে সব পরিষেবা বাড়িতে বসে পাওয়া যাবে।”
আরও পড়ুনঃ ঠিকা আওতায় বাড়ি তৈরীর জন্য ঋণের ব্যবস্থা করে দেবে পুরসভাই, ঘোষণা ফিরহাদ হাকিমের
ঠিকা টেন্যান্সি নিয়ে ফিরহাদ হাকিম বললেন,” কলকাতা পুরসভার স্পেশাল কমিশনারের সঙ্গে সাহেবের কাছ থেকে নতুন ফোন নিয়ে আবেদন করতে হবে তাহলে কলকাতা পৌরসভা সমস্ত কিছু করে দেবে এক মাসের মধ্যে করে দেবে।”
আরও পড়ুনঃ “নেতাজি” নিয়ে বিজেপিকে তোপ ফিরহাদ হাকিমের
নেতাজি নিয়ে তিনি বললেন,” নেতাজির জন্ম ভিটে
বিজেপি বকে বেশি কাজ করে কম। মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন তাদের জানা নেই। জন্ম ভিটের ওখানে রাস্তা এবং সংস্কারের কাজ করা হয়েছে। ওদের নিজস্ব সমস্যার জন্য পুরোটা কাজ করা যায় নি। এখনো যেটুকু রয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্যই। নরেন্দ্র মোদী শিলান্যাস করেন এবং সর্বনাশ করেন।”
রোনার টেস্ট কিট। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যে নিয়ম করবে তা এক্সিকিউট করবে কলকাতা পুরসভা বলে জানান ফিরহাদ।তিনি বললেন,”সেলফ কিট নিয়ে কোন গাইডলাইন এখনো আসেনি।”
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম কেন্দ্রের নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ তুললেন। তিনি বলেন ,”রেল নিরাপত্তা মোদির আমলে তলানিতে এসে ঠেকেছে রেলের সমস্ত ব্যবস্থা। রিলিফ বাজেট তুলে দিয়ে নিজের বাজেটে ঢুকিয়েছে। রিল দপ্তর এর প্রয়োজনীয়তা কি নষ্ট করেছে। তুঘলকী শাসন চলছে প্রান হাতে করে যাতায়াত করতে হবে আমাদের। অন্যায় রেল পুলিশের কঠোর ভাবে দেখা উচিত।”
Topics
Firhad Hakim Mayor KMC Administration Kolkata