Home রাজনৈতিক মচকালেন তবু ভাঙলেন না রাজীব

মচকালেন তবু ভাঙলেন না রাজীব

by Kolkata Today

কলকাতা, ১৬ জানুয়ারি: রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতৃত্বের ‘দূরত্ব’ এখন আর কোনও নতুন বিষয় নয়।বরং জল্পনা বাড়ছে রাজীবের সম্ভাব্য দলত্যাগ নিয়ে। তৃণমূল সরকারের বনমন্ত্রী কি বিজেপি-তে যোগ দেবেন? রাজীবের শনিবারের বহুল প্রচারিত ফেসবুক লাইভ বলছে, বনমন্ত্রী এখনও জল মাপছেন। মচকালেন কিন্তু পুরোপুরি কিছুই ভাঙলেন না।

রাজ্য মন্ত্রিসভার গত চারটি বৈঠকে যাননি। দলীয় কর্মসূচিতেও অনুপস্থিত থেকেছেন। মাঝেমধ্যেই দলের কাজকর্ম নিয়ে প্রকাশ্যে বেসুরো গাইছেন। বিরূপ মন্তব্য করছেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দু’বার বৈঠক করেছেন। ফিরহাদ হাকিমও একবার তাঁর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু রাজীবের গলায় দলীয় সুর ফেরেনি। রাজীব যখন ফেসবুক লাইভে আসার দিনক্ষণ ঘোষণা করেছিলেন, তখন জল্পনা ছিল, এবার হয়তো দলের সঙ্গে তৈরি হওয়া দূরত্বের কারণ ব্যাখ্যা করে নিজের আগামী পরিকল্পনা জানাবেন বনমন্ত্রী।

কিন্তু শনিবারের বারবেলায় তাঁর ফেসবুক লাইভে নতুন কোনও দিশা পাওয়া গেল না। দেখা গেল, এতদিন তিনি যা বলেছেন, এটা তারই চর্বিতচর্বণ। তার মধ্যে একটি বাক্য বরং তাৎপর্যপূর্ণ। বললেন, ‘আমি এখনও ধৈর্য ধরে আছি।’ অর্থাৎ পথ খোলা রাখছেন রাজীব।

তবে উল্টোটাও হতে পারে। জল্পনা জিইয়ে রেখে ‘শতাব্দী এক্সপ্রেস’-এর মতো উল্টোপথেও চলতে পারেন রাজ্যের বনমন্ত্রী।

Related Articles

Leave a Comment