Home খেলাধুলাফুটবল মোহনবাগানে বার্ষিক সভার বাইরে তুমুল সমর্থক বিক্ষোভ, পরিস্থিতি বোঝার আবেদন সৃঞ্জয়ের

মোহনবাগানে বার্ষিক সভার বাইরে তুমুল সমর্থক বিক্ষোভ, পরিস্থিতি বোঝার আবেদন সৃঞ্জয়ের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা ছিল। সভা শুরুর আগেই ব্যানার-ফেস্টুন হাতে তাঁবুর বাইরে বিক্ষোভ শুরু হয়। অশান্তি আঁচ করেই এজিএমের জন্য ক্লাব তাঁবুতে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করেছিলেন কর্তারা। সভা চলাকালীনও তাঁবুর বাইরে তুমুল বিক্ষোভ চলে সমর্থকদের। তাঁদের দাবি মূলত তিনটি।

(১) মোহনবাগান নামের আগে এটিকে শব্দটি বাদ দিতে হবে। (২) সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সঙ্গে তারা চুক্তিভঙ্গ করতে চায় না। বরং তারা চায় আইএসএলে মোহনবাগান নামের ব্র‍্যান্ডকে গুরুত্ব দেওয়া হোক। (৩) আইএসএলের ম‍্যাচের আগে ও পরে ধারাভাষ‍্যকাররা অনেক ক্ষেত্রেই ‘এটিকে’ ব‍্যবহার করেন। এমনকি মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বসু দৈনিক সংবাদপত্রেও কখনও শুধু ‘এটিকে’ লেখা হচ্ছে। কর্তাদের উচিৎ শীঘ্রই এই ব্যাপারে পদক্ষেপ করতে উদ্যোগী হওয়া।

সমর্থকদের বক্তব্য, মোহনবাগান ক্লাব তাদের মায়ের সমান। মায়ের অপমান তারা কোনওভাবেই বরদাস্ত করবে না। এদিন বার্ষিক সভার ভিতরেও কয়েকজন ‘এটিকে’ নাম নিয়ে প্রশ্ন তুলেছেন বলে খবর। জবাবে সেই সদস‍্যদের মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু সভায় বলে ওঠেন, ‘আপনারা কারও ফাঁদে পা দেবেন না। বাইরে যারা এসব করছে তারা কার নির্দেশে করছে আমি জানি না। আমরা যদি সবাই এমন বিভ্রান্ত হয়ে পড়ি তাহলে তো অনেক বড় সমস‍্যার মধ্যে পড়ব। বিনিয়োগকারী চলে গেলে আমরা কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাব। তখন কী হবে একবার ভেবে দেখেছেন?’ পরে সাংবাদিক সম্মেলন করে সৃঞ্জয় বসু বললেন, ‘যারা বিক্ষোভ দেখালেন, তারাও ক্লাবকে ভালবাসে। আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বেঙ্গালুরুর মতো টিমও আর্থিক মন্দায় ভুগছে। বাংলার ফুটবলে এখন ভাল কোনও স্পনসর নেই। এটিকে চলে গেলে কী হবে? একটু বোঝার চেষ্টা করুন। আমরাও চাই না ক্লাবের কোনও অসম্মান হোক। যারা টাকা ঢালছে তাদেরও তো সম্মান প্রাপ‍্য। এটা বুঝতে হবে।’

পুলিশ পাহারা রেখে ক্লাবের বার্ষিক সাধারণ সভা করাটা কি ক্লাবের পক্ষে ভাল হল? জবাবে মোহনবাগান সচিব বলেন, ‘আমি মনে করি,মোহনবাগানের কোনও সদস‍্য, সমর্থক বিশৃঙ্খলা করেন না। তবু আমরা পুলিশ রেখেছিলাম। কারণ, আমাদের বদনাম করতে কেউ যদি ঝামেলা করে, এই আশঙ্কা থেকেই পুলিশ পোস্টিং রাখা হয়েছিল।’ এদিকে এদিন বার্ষিক সাধারণ সভার শেষ দিকে হকির অলিম্পিয়ান গুরবক্স সিংয়ের হাতে গত বছরের ‘মোহনবাগান রত্ন’ সম্মান তুলে দেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে যা দেওয়া সম্ভব হয়নি। এছাড়া এদিনের সভায় ঠিক হয়, অনলাইন ব্যবস্থার মাধ্যমে সদস্য কার্ড পুনর্নবীকরণের কাজ শুরু হবে। ক্লাব তাঁবুর সংস্কারও হবে। বিখ্যাত আর্কিটেক্ট আবিন চৌধুরী নতুন মোহনবাগান তাঁবু তৈরি করতে পারেন।

Related Articles

Leave a Comment