কলকাতা টুডে ব্যুরো:‘এক ব্যক্তি এক পদ’ নীতি বিতর্ক নিয়ে এবার সোচ্চার হল বিরোধীরা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গ টেনে এনে বললেন,“একজন তরুন রাজনৈতিক হিসাবে তাকে স্বাগত। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জের মুখে পড়ছে। ফিরহাদ হাকিম বলছেন, এই ব্যক্তি এক পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নয়,পোস্ট যেন তুলে নেয়। এটা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ নাকি ‘গটআপ’ সেটা দেখতে হবে। কিন্তু ধারাবাহিকভাবে একে অপরের বিরুদ্ধে বলায় এটা তাদের দলের বিষয় আর নেই। সরকারি গোপন তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে। তৃনমূলের নেতাদের পরস্পর বিরোধী মন্তব্যে বোঝা যাচ্ছে বিষয়ের গুরুত্ব আছে।”তিনি বলেন,“রাজার অভিষেকের আগে ফেসিয়াল লাগানো হচ্ছে।”
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
শমীকবাবু বলেন, সিউড়িতে যা ঘটেছে তা নজিরবিহীন। গত কাল থেকে সিউড়িতে বিজেপি প্রার্থীদের তুলে এনে সার্কিট হাউজের পাশে একটি বিনোদন পার্কে জড়ো করা হয়। শহরের ২০টি ওয়ার্ডের মধ্যে ১৫টির প্রার্থীদের সেখানে হাজির করান তৃণমূল নেতারা। এর পর যে খাতা SDO অফিসে থাকার কথা সেই খাতা নিয়ে আসা হয় ওই পার্কে। সেখানে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে বিজেপি প্রার্থীদের সই করান ধর্মনিরপেক্ষ তৃণমূল নেতারা। তার পর কাগজ হাতে দিয়ে পাঠানো হয় মহকুমা শাসকের দফতরে।
আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেস কার্যত জোর করে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে। সিউড়িতে আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে। আজকের এই প্রবল সন্ত্রাসের ক্ষেত্রে বাম বা কংগ্রেস একটি শব্দও উচ্চারণ করছে না।”
মুকুল রায় প্রসঙ্গেও বঙ্গ বিজেপির অবস্থানের কথা জানালেন শমীক ভট্টাচার্য। বললেন, “পশ্চিমবঙ্গ বিধানসভা তার গরিমা নষ্ট করেছে। তিনি তৃণমূলে গিয়ে প্রকাশ্যে বিবৃতি দিলেন। তাঁর সোডিয়াম-পটাশিয়াম (শারীরিক অসুস্থতা) দেখার দায়িত্ব বিজেপির নয়। মুখ্যমন্ত্রী নিজে বললেন মুকুল রায় নিয়ে। অভিষেক বন্দোপাধ্যায় উত্তরীয় পরালেন। আজ স্পিকার বললেন, মুকুল রায় বিজেপিতে আছে। এটা আন্তর্জাতিক লজ্জা। সংসদীয় গণতন্ত্রের কালো দিন। এই কলঙ্ক কোনওদিন মোছা যাবে না। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে। আমরা উচ্চ আদালতে যাব।”
Topics
Samik Bhattcharya BJP TMC Administration Kolkata