Home সংবাদ রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী নিয়ে ঘুরতে বলা হচ্ছে, অভিযোগ অগ্নিমিত্রা পালের

রাজ্য পুলিসের সশস্ত্র বাহিনী নিয়ে ঘুরতে বলা হচ্ছে, অভিযোগ অগ্নিমিত্রা পালের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আসানসোল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে পুলিস মোতায়েনের অভিযোগ। অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই কারণে পুলিশ তাঁকে নোটিস দিতে আসে। বলা হয়, তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। যদিও তিনি তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন অগ্নিমিত্রা।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

তিনি বলেন, “নোটিস আমি রিসিভ করিনি। কারণ, নোটিসে হয়তো এটাই বলা থাকবে যে, আমি আমার ওয়ার্ডের বাইরে বেরোতে পারব না। আমার কেন্দ্রীয়বাহিনী নিয়ে ঘুরতে পারব না। কাল রাতেও পুলিশ এসেছিল। ওরা বলেছে, ঘুরতে হলে পশ্চিমবঙ্গ পুলিশ নিতে হবে। আমি জানি না এটা কোথাকার নিয়ম ? আমি একজন জনপ্রতিনিধি। আমি কেন ঘুরতে পারব না ? আমি তো গিয়ে কোনও সমস্যা করছি না। আমি গিয়ে কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছি। যদি কোনও রিগিং বা ঝামেলা হলে আমি তাঁদের পাশে দাঁড়াব। আমাকে আটকানোর জন্য এত তৎপর। কিন্তু, আজ বিভিন্ন জায়গায় দেখছেন, মোটর বাইকে তিনজন করে মুখ বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সুভাষপল্লি স্কুলে বুথ দখল হয়ে গেছে। ওখানে ৫০ জন ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের ধরতে পারবে না। ৭৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা মহিলা মোর্চার একজনের গায়ে হাত দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় বুথ দখল হয়ে গেছে।”

আরও পড়ুনঃ পুরভোটের শেষ মুহূর্তে ভোকাল টনিক দিয়ে দলকে উজ্জীবিত করলেন পার্থ চট্টোপাধ্যায়

এছাড়াও পুলিসের গাড়িতে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানো রয়েছে। ভোটের সকালে এমনও অভিযোগ উঠেছে আসানসোলে। শনিবার ভোট শুরুর কিছু পরেই এই দৃশ্য দেখা যায় আসানসোলের ৫১ নম্বর ওয়ার্ডে। অন্যদিকে, পুরভোটের আগেই আসানসোলে বহিরাগতদের নিয়ে জমায়েত করানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে পুলিসের হাতে আটক দুই বিজেপি প্রার্থী। আটক হন ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভাশিস দাস ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিত্‍ মণ্ডল।

প্রসঙ্গত, আসানসোল পৌরনিগমে মোট ১০৬টি ওয়ার্ড রয়েছে। ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ৮৮। আজ ভাগ্য নির্ধারণ করা হবে মোট ৪৩১ জন প্রার্থীর। বিজেপি প্রার্থী দিয়েছে ১০২টি আসনে। বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছে আসানসোলে। বিজেপির টিকিটে পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারী আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন। বিদায়ী পুর প্রশাসক অমর নাথ চট্টোপাধ্যায় তৃণমূলের টিকিটে লড়ছেন ৪৪ নম্বর ওয়ার্ডে। এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন অভিজিৎ আচার্য এবং ইন্দ্রানী আচার্য। আচার্য দম্পতি লড়ছেন ১০২ ও ১০৬ নম্বর ওয়ার্ড থেকে।

Topics

Agnimitra Paul BJP TMC Administration Kolkata

Related Articles