Home সংবাদবর্তমান ঘটনা রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ, বেশিরভাগ প্রশ্নের জবাব পায়নি সিবিআই

রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ, বেশিরভাগ প্রশ্নের জবাব পায়নি সিবিআই

by Kolkata Today

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ-পর্ব শেষ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা তৃণমূল সংসদের বাড়িতে আসার ঠিক আগে অভিষেকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বেরিয়ে যাওয়ার ঠিক তিন মিনিট পর সিবিআই টিম অভিষেকের বাড়িতে ঢোকে। শুরু হয় তৃণমূল সাংসদের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আট সদস্যের দল ৮ পাতার প্রশ্নপত্র তৈরি করে জিজ্ঞাসাবাদ শুরু করে। রেকর্ড করা হয় রুজিরার বয়ান। জানা যাচ্ছে, অভিষেক-পত্নীর বিদেশের ব্যাঙ্কের সন্দেহজনক লেনদেন নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় ব্যাঙ্ককের অ্যাকাউন্ট এবং সেখানে লেনদেন সংক্রান্ত তথ্য। এ ছাড়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে পাসপোর্ট ও কিছু সাধারণ প্রশ্নও করা হয় বলে সূত্রের খবর। প্রায় সওয়া এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান সিবিআই কর্তারা। এরপর নিজাম প্যালেসে পৌঁছে রেকর্ড করা রুজিরার বয়ান পর্যালোচনা করবেন সিবিআই কর্তারা। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সিবিআই সূত্রে খবর, বেশির ভাগ প্রশ্নের জবাব ছিল না রুজিরার কাছে। সাংসদ-পত্নীর উত্তর ছিল, ‘আমি জানি না।’ তাই এদিনের মতো জিজ্ঞাসাবাদ শেষ হলেও দ্বিতীয় পর্যায়ে রুজিরাকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

তৃণমূল সাংসদ-পত্নী রুজিরাকে জেরা করতে আইনজীবী-সহ শান্তিনিকেতনে মোট ৯ জন রয়েছেন বলে সূত্রের খবর। আর সাংসদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য যে ৮ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে সিবিআই, সেই দলে ছিলেন আইনি উপদেষ্টা দল (লিগ্যাল অ্যাডভাইসরি টিম)-এর ৩ আইনজীবী। তাঁদের মধ্যে ২ জন দিল্লির এবং ১ জন কলকাতার। অতিরিক্ত সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে সিবিআইয়ের ৬ জন অফিসার ছিলেন। যাঁদের মধ্যে ২ জন মহিলা।

রবিবার রুজিরাকে ফৌজদারি আইনের ১৬০ ধারায় নোটিস পাঠায় সিবিআই। ওই দিন সটান ‘শান্তিনিকেতন’-এও হাজির হয় গোয়েন্দাদের একটি দল। কিন্তু সেই সময় রুজিরা বা অভিষেক কেউই বাড়িতে ছিলেন না। তার পর সোমবার নিজে ই-মেলে সিবিআই-কে চিঠি পাঠান রুজিরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টের মধ্যে দেখা করতে পারবেন বলে জানান।

সিবিআইয়ের অভিযোগ, কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে। এ ব্যাপারে রুজিরার বয়ান চান তাঁরা। রুজিরার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, তা স্পষ্ট ভাবে জানাননি কেন্দ্রীয় গোয়েন্দারা। বরং রুজিরাকে ‘সাক্ষী’ হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছেন তাঁরা। তবে তাঁর সঙ্গে কেন দেখা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, তা তাঁর বোধগম্য হচ্ছে না, তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে রাজি বলে চিঠিতে জানিয়েছেন রুজিরা।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে বিদেশের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, মেনকার ব্যাংকক অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে। এছাড়া তাঁর লন্ডনের অ্যাকাউন্টেও সন্দেহজনক আর্থিক লেনদেন নিয়ে মেনকাকে প্রশ্ন করা হয়। বিদেশের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যবসা, একাধিক বিষয়ে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, তাঁর থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন অফিসাররা। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার অভিষেকের স্ত্রী রুজিরারও বয়ান রেকর্ড করা হবে। তারপর দুটি বয়ান খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। যদি দুটি বয়ানো অসঙ্গতি পাওয়া যায় তবে সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে খবর।

Related Articles

Leave a Comment