Home খেলাধুলাক্রিকেট রোহিতের আউটের ধরনে ক্ষিপ্ত গাভাসকর, অনুশোচনা নেই রোহিতের

রোহিতের আউটের ধরনে ক্ষিপ্ত গাভাসকর, অনুশোচনা নেই রোহিতের

by Kolkata Today

ব্রিসবেন, ১৬ জানুয়ারি: নিজেকে শোধরাচ্ছেন না রোহিত শর্মা। সিডনির পর ব্রিসবেনেও উইকেট ছুড়ে দিয়ে এলেন রোহিত। তাঁর আউট হওয়ার ধরন দেখেই ক্ষেপে লাল সুনীল গাভাসকর। রোহিতের ব্যাটে ভর করেই ভারত তখন এগিয়ে চলেছে। এমন সময় ভারতীয় ওপেনারের শট বাছাই দেখে অবাক সানি। ভারতীয় কিংবদন্তি রোহিতের শট নির্বাচনকে দায়িত্বজ্ঞানহীন বললেন।

শনিবার সকালে অস্ট্রেলিয়া ৩৬৯ রানে অলআউট হয়। লাঞ্চের পর ব্যাট করতে নামে ভারত। শুরুতেই শুভমান গিলের উইকেট নেন প্যাট কামিন্স। ভারতীয় দলের স্কোরবোর্ড সচল রেখেছিলেন রোহিতই। ৭৪ বলে ৪৪ রান করেন তিনি। এমন সময় অজি স্পিনার নাথান লায়নের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অন, ডিপ স্কোয়ার লেগের মাঝে বা উপর দিয়ে বড় শট খেলতে গেলেন রোহিত। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলেন বলে মত গাওস্করের। ক্ষুব্ধ সানি বলেন, ‘লংয়ে ফিল্ডার রয়েছে, স্কোয়ার লেগে ফিল্ডার রয়েছে। তার পরেও এমন শট! দায়িত্বজ্ঞানহীন ছাড়া আর কী বলব!’

সানি আরও বলেন, ‘দুটো বল আগেই ও বাউন্ডারি মেরেছে। তারপর এমন শট কেন মারবে? তুমি দলের অভিজ্ঞ ব্যাটসম্যান, কোনও অজুহাতের মানে হয় না। এমন শটের জন্য কোনও অজুহাত নয়। উইকেটটা উপহার দিয়ে এল রোহিত।’ ওই শটটি মারার পরেই দেখা যায় রোহিত খোঁড়াচ্ছেন। সেই অবস্থাতেই তিনি ফিরে যান ড্রেসিংরুমে।

সমালোচনাকে কোনও গুরুত্ব দিচ্ছেন না টিম ইন্ডিয়ার হিটম্যান। কোনও অনুশোচনা নেই রোহিতের। বললেন, ‘আমি ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিলাম। ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। লং অন, ডিপ স্কোয়ার লেগের মাঝে মারতে চেয়েছিলাম। পিচে বাউন্স ছিল, বল ব্যাটে আসছিল। এইভাবেই খেলতে ভালবাসি। বোলারদের আক্রমণ করার লক্ষ্য ছিল। আউট হওয়া নিয়ে অনুশোচনা করতে চাই না।’

Related Articles

Leave a Comment