কলকাতা টুডে ব্যুরো:ভারতীয় ক্রিকেটের সঙ্গে প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের বরাবর একটা নিবিড় যোগ ছিল। সুনীল গাভাসকরের ভক্ত ছিলেন লতা মঙ্গেশকর। পরবর্তীকালে শচীন তেন্ডুলকরের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছিল। ক্রিকেটারদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের সাক্ষী ছিলেন লতা। লর্ডসের গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। পরে সুর সম্রাজী বলেছেন, “আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না! দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের আমরা যে হারাতে পারব, তা কখনও ভাবিনি।”
ক্রিকেটের দারুণ ভক্ত লতা মঙ্গেশকর৷ তাঁর জন্য একটা বিশেষ আসন বরাদ্দ রয়েছে লর্ডসে৷লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানাতে রবিবার আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম একদিনের ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরে নামল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
রোহিত শর্মা, বিরাট কোহলি সবার হাতেই কালো আর্ম ব্যান্ড ছিল। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটের বড় সমর্থক ছিলেন তিনি। তাই লতা মঙ্গেশকরের প্রয়াণে এদিন তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করল বিসিসিআই।
Topics
Lata Mangeshkar Singer Bollywood Celebrity Entertainment Kolkatatoday