কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: পাটনা থেকে আরও ১০ কোম্পানি আধাসেনা এল রাজ্যে। এদের বসিরহাট, বারাসত, বনগাঁ পাঠানো হল। বারাসতে তিন, কলকাতায় তিন ও বনগাঁ এবং বসিরহাটে দুই কোম্পানি করে সেনা মোতায়েন হবে। জানা যাচ্ছে, আরও আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অসম থেকে আসছে। তাদের সুন্দরবন, কালিম্পং এবং দার্জিলিং-য়ে মোতায়েন করা হবে। উল্লেখ্য, গত শনিবারই রাজ্যে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল।
কমিশন সূত্রের খবর, চলতি মাস অর্থাত্ ফেব্রুয়ারির মাসের শেষ হওয়ার আগেই মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী বাংলায় আসবে বলে জানা গিয়েছে। মুলত যে সমস্ত স্পর্শকাতর জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে রুট মার্চ বাহিনী শুরু করবে বলে খবর। ফেব্রুয়ারির শেষ থেকেই রাজ্যে আধাসামরিক বাহিনী ঢুকতে শুরু করবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের সময়ে রাজ্য সরকারই প্রাথমিক হিসেবে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। সাম্প্রতিক কলকাতা সফরের সময়ে কমিশনের ফুল বেঞ্চ জানিয়েছে, রাজ্য যা চেয়েছে, তত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী না-ও মিলতে পারে। প্রসঙ্গত, শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সঙ্গে আরও চারটি রাজ্যে বিধানসভা ভোট হবে।
২০১৯-এর লোকসভা ভোটে ৭৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছিল। সেই সময়ে বুথের সংখ্যা ছিল ৭৮ হাজার। তবে সব ক’টি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো সম্ভব হয়নি। এবার কোভিড পরিস্থিতির কারণে বুথের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৯১৬।