কলকাতা টুডে ব্যুরো: আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী বাম ছাত্র নেতা আনিস খানের খুনের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া কমরেড মীনাক্ষী মুখার্জী সহ ১৬ জন বাম ছাত্র-যুব নেতার আজকে জামিন হলো, মীনাক্ষী মুখার্জী জেল থেকে বেরিয়ে রাসবিহারী মোড়ের দিকে আসছিলেন,তাকে সংবর্ধনা দেওয়ার জন্য রাসবিহারী মোড়ের রাস্তার ধারে অপেক্ষা করছিলো SFI-DYFI’এর একাধিক নেতৃত্ব ও কর্মীরা,সেই সময় পুলিশ এসে হটাৎ এসে SFI-DYFI নেতৃত্ব ও কর্মীদের গ্রেফতার করে পিজন ভ্যানে করে লালবাজার নিয়ে যায়|
Topics
Anish Khan DYFI SFI Protest Administration Kolkata