কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দুই বঙ্গের। অর্থাৎ শীতের আমেজ কমবে। ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে দুই বঙ্গে । শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি আশে পাশে থাকবে। আগামী ৯ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ
শুধু ১০ তারিখে দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টি হবে ।দক্ষিণবঙ্গের পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া তে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী ১০ তারিখ । পশ্চিমিঝঞ্জা ফলে বাধাপ্রাপ্ত শীতলহওয়া ।। এর জন্য তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেশি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ নদিয়া ও পশ্চিম বর্ধমানের আগামী দুদিন।
Topics
Sanjeev Banerjee DDGM Alipore Weather Office Rainfall Winter Administration Kolkata