কলকাতা টুডে ব্যুরো:বুধবার থেকে সংশোধিত মোটর ভেহিক্যালস আইন চালু হয়েছে। এই আইনের বলে জরিমানার টাকা অনেকটাই বেড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
কলকাতার রাস্তায় এবার থেকে গাড়ি চালাতে হবে আরও সাবধানে। এবার থেকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স না থাকলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। ডিএল সিএফ, বিমার বৈধ নথি ছাড়া গাড়ি চালালে প্রথমে ৫০০ টাকা ও দ্বিতীয়বারও একই ঘটনা ঘটলে দিতে হবে ১৫০০ টাকা। এদিকে কন্ট্র্যাক্ট ক্যারেজের পারমিট থাকলেও যদি চালক যেতে অস্বীকার করেন সেক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা। বৈধ পারমিট ছাড়া, রোড সেফটি, বায়ুদূষণ, শব্দদূষণ আইন ভাঙলে এবার থেকে ১০ হাজার টাকা জরিমানা ও সেই সঙ্গে লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করা হবে।
এই সিদ্ধান্তের প্রসঙ্গে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘রোড সেফটি আমাদের প্রধান লক্ষ্য। মানুষ নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই সম্ভবত কোনও টাকাই যাতে ফাইন বাবদ কোনও টাকা না ওঠে। সব থেকে মূল্যবান মানুষের জীবন। সেই জন্যই এই পদক্ষেপ।’
বেপরোয়া গতির জেরে ঘন ঘন দুর্ঘটনার কারণে পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা জারি হওয়ার পর তৎপর প্রশাসনও। মানুষ কতটা সচেতন সেদিকে কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশদের কড়া নজরদারি চোখে পড়ে। এলাকায় দেখা গেল পুলিশের মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে।
Topics
Road Safety Awareness Drive Administration Kolkata