Home ভিডিও সাসপেন্ডেড বিধায়কদের সমর্থনে বিধানসভায় বিক্ষোভ বিজেপির, দেশজুড়ে জয়ের জন্য লাড্ডু বিতরণও

সাসপেন্ডেড বিধায়কদের সমর্থনে বিধানসভায় বিক্ষোভ বিজেপির, দেশজুড়ে জয়ের জন্য লাড্ডু বিতরণও

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বিধানসভার চলতি অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মুখপাধ্যায়কে। তার প্রতিবাদে বিধানসভায় অবস্থান বিক্ষোভ করল বিজেপি। সেই অবস্থান বিক্ষোভে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই এদিন মুলত বিজেপির অবস্থান বিক্ষোভ। কার্যত বিজেপির অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বিধানসভা।

শুভেন্দুর দাবী, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালে তৃণমূল জিততে পারত না। তিনি বলেন, ‘ ২০১৯ সালে ৪০ শতাংশ ভোট আমরা পেয়েছি। যদি কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে ভোট হত তাহলে চিত্রটায় উল্টো হয়ে যেত। আমি কয়লা ভাইপো নয়, আমি ক্লাস ১১ থেকে রাজনীতি করে আসছি।‘ একইসঙ্গে আগামী লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপি ২৫টিরও বেশি আসন পাবে বলে তিনি দাবি করেছেন।

বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘রাজ্যে যেভাবে ভোট লুঠ করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি। আমাদের বেআইনিভবাবে সাসপেন্ড করা হয়েছে।’

পাশাপাশি এদিন দেশজুড়ে বিজেপির জয় লাভের জন্য বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক রা লাড্ডু বিতরণ করেন।

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles