সিডনি,৭ জানুয়ারি: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম বল গড়ানোর আগে বিরল ঘটনার সাক্ষী থাকল সিডনি ক্রিকেট গ্রাউন্ড বা এসসিজি। বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় কেঁদে ফেললেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারের আবেগঘন হওয়ার সেই মুহূর্ত বন্দি হয় ক্যামেরায়। জাতীয় সঙ্গীত শেষ হতেই চোখ মুছতে দেখা যায় হায়দরাবাদের ক্রিকেটারকে। পাশে দাঁড়ানো সতীর্থ পেসার জসপ্রীত বুমরাহ বিষয়টি খেয়াল করে হেসে সিরাজের পিঠ চাপড়ে দেন।
কিন্তু জাতীয় সঙ্গীতের সময় সিরাজের কেঁদে ফেলার কারণ কী? প্রথমদিনের খেলা শেষে সেই প্রশ্নের উত্তর দেন সিরাজ নিজেই। তিনি জানান, জাতীয় সঙ্গীতের সময় তাঁর সদ্য প্রয়াত বাবার কথা মনে পড়ে গিয়েছিল। আর সে কারণেই কেঁদে ফেলেছিলেন তিনি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে এসে বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলেন সিরাজ। কিন্তু বাবার স্বপ্নপূরণের জন্যই শেষকৃত্যের জন্য দেশে ফিরে না গিয়ে দলের সঙ্গেই থেকে গিয়েছিলেন সিরাজ।
টেস্টের প্রথম দিনের খেলা শেষে সিরাজ বলেন, তাঁর বাবা তাঁকে আজ দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলতে দেখলে কতটা খুশি হতেন, এটা ভেবেই চোখে জল চলে এসে যায়। এই আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের সমর্থন জোগাড় করে নেন সিরাজ। জাতীয় সঙ্গীতের সময় ভারতীয় পেসারের চোখের জল হৃদয় জিতে নেয় ক্রিকেটমহলের।