নিজস্ব প্রতিনিধিঃ বিরাট কোহালির বিপক্ষে নামতে হলে বোলারদের রাতের ঘুম যে উড়ে যায় তা একপ্রকার মেনেই নিলেন ইংল্যান্ডের অন্যতম প্রধান স্পিনার মইন আলি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জিতলেও বিরাটের বিরুদ্ধে কী করবেন এখনও বুঝতে পারছেন না তিনি।
২০১৯ সালে শেষ টেস্ট খেলেছিলেন মইন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে নেওয়া হলেও করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি সিরিজে। ভারতের বিরুদ্ধে দলে রয়েছেন মইন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দলে বিরাটের সতীর্থ মইনকে ভারতের মাটিতে নিশ্চয়ই দলে চাইবে ইংল্যান্ড। ইংল্যান্ডের স্পিনার যদিও বিরাটকে কীভাবে আউট করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন, ‘বিরাটের কোনও দুর্বলতা নেই। ওকে আউট করব কীভাবে? বিশ্বমানের ক্রিকেটার ও। অস্ট্রেলিয়াতে জিতে ফেরার পর, বিরাট দলে আসায় আরও উজ্জীবিত হয়ে ক্রিকেট খেলবে ভারত। ওর কোনও দুর্বলতা আছে বলে মনে হয় না, আমাদের যদিও ভাল পেসার রয়েছে দলে।’
করোনা আক্রান্ত থাকার সময়ের অভিজ্ঞতাও জানিয়েছেন মইন। তিনি বলেন, ‘এক দিনের জন্য কোনও স্বাদ পাইনি। প্রচণ্ড মাথা ব্যথা ছিল। জ্বর বা কাশি ছিল না। কঠিন অনুশীলন করে নিজেকে তৈরি করতে চাই ভারতের বিরুদ্ধে নামার আগে।’
৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। ভারতের মাটিতে ৪টি টেস্ট, ৫টি টি২০ ও সমসংখ্যক ওয়ানডে খেলবে ইংরেজরা।