Home খেলাধুলাফুটবল সুনীলদের কাছে হার মুম্বইয়ের, ডার্বির আগে শীর্ষে এটিকে মোহনবাগান

সুনীলদের কাছে হার মুম্বইয়ের, ডার্বির আগে শীর্ষে এটিকে মোহনবাগান

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সুনীলের বেঙ্গালুরু এফসি-র দাপুটে জয়ে ডার্বির আগে বাড়তি অক্সিজেন পেল এটিকে মোহনবাগান। জয়ের রাস্তায় ফিরল ব্লুজরা। আর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-৪ ব্যবধানে হেরে এটিকে মোহনবাগানের কাছে শীর্ষস্থান হারাল মুম্বই সিটি এফসি। আইএসএলে লিগ পর্বে শীর্ষে থেকে প্লে-অফ খেলতে পারলে আগামী মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ মিলবে হাবাসের দলের সামনে।

এর আগে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয় পেয়ে পয়েন্টের বিচারে মুম্বইকে পেছনে ফেললেও এক ম্যাচ কম খেলা মুম্বইয়ের সামনে সুযোগ ছিল শীর্ষস্থান ধরে রাখার।

সুনীল ছেত্রী ও সেলিটন সিলভার দাপটে তা আর হল না। দুজনেই দুটি করে গোল করেন। মুম্বইয়ের পক্ষে দুটি গোল করেন অ্যাডাম লে ফন্দ্রে।

এর ফলে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রইল হাবাসের এটিকে মোহনবাগান। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই সিটি এফসি। ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে বেঙ্গালুরু এফসি। ডার্বি ম্যাচের আগে দলের শীর্ষে থাকা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রয় কৃষ্ণাদের।

Related Articles

Leave a Comment