কলকাতা টুডে ব্যুরো: ফের অস্বস্তিতে আলাপন বন্দোপাধ্যায়।প্রধানমন্ত্রীর বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাজিরা বির্তক নিয়ে দিল্লিতে মামলা স্থানান্তর না করার ব্যাপারে হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। ক্যাটের কলকাতা বেঞ্চেই শুনানি হবে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। খারিজ হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, এই মামলায় নির্দেশদানের এক্তিয়ার নেই কলকাতা হাইকোর্টের।
আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ
এর আগে কলকাতা হাই কোর্টে এই মামলায় রায় আলাপনবাবুর পক্ষে ছিল। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। কেন্দ্রের দাবি, আলাপনের বিরুদ্ধে হওয়া মামলার শুনানি দিল্লিতেই হওয়া উচিত। আজ সুপ্রিম কোর্টে কেন্দ্রের আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পরিদর্শনের জন্য গতবছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পূর্ণ সময় থাকেননি বাংলার তৎকালীন মুখ্যসচিব আলাপন। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে কেন্দ্র। দিল্লিতে তলব করা হয় তাঁকে। কিন্তু দিল্লি যাওয়ার পরিবর্তে বর্ধিত মেয়াদ ফুরনোর আগেই মুখ্যসচিবের পদ থেকে পদত্যাহ করেন আলাপন। তাতেই আইনি টানাপড়েন শুরু হয় দু’পক্ষের মধ্যে৷ পদত্যাগের পর আলাপন অভিযোগ করেন, তাঁর অবসরকালীন সুযোগসুবিধা আটকে রাখা হয়েছে।
Topics
Supreme Court Alapan Banerjee CS IAS Administration Kolkata