Home ভিডিও সুরলোকের উদ্দেশে পাড়ি দিলেন লতা মঙ্গেসকর, শোক জ্ঞাপন বলিউডের

সুরলোকের উদ্দেশে পাড়ি দিলেন লতা মঙ্গেসকর, শোক জ্ঞাপন বলিউডের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বসন্ত পঞ্চমী তিথিতেই সুরলোকের উদ্দেশে পাড়ি দিলেন সুরসম্রাজ্ঞী। গোটা বিশ্বজুড়ে অগণিত অনুরাগীদের কাছে তিনি ‘মানব-সরস্বতী’। দেশের সঙ্গীতদুনিয়ার কাছে পূজিতা হয়ে এসেছেন মানব-সরস্বতী-রূপে।রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হল লতা মঙ্গেশকরের। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন হয় রাষ্ট্রপতির তরফেও। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মরদেহের মুখাগ্নি করেন। রবিবার ৯২ বছরে বয়সে প্রয়াত হন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।ফুল দিয়ে লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন সচিন, শাহরুখেরা। উপস্থিত বিশিষ্টজনেরা।
রবিবার সকালে যখন লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর প্রকাশ্যে  আস্তে শোক জ্ঞাপন করলেন বলিউডের তারকারা।

 

শোকজ্ঞাপন করে অভিনেতা অক্ষয় কুমার লেখেন, এই কণ্ঠস্বর কীভাবে কেউ ভূলে যেতে পারে!

শোকজ্ঞাপন কর হেমা মালিনি লেখেন, ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর, এটা আমার ব্যক্তিগত ক্ষতি।

শাবানা আজমি লেখেন,আমাদের জাতীয় সম্পদ চলে গেলেন, তাঁর কণ্ঠ আমাদের জীবনের অন্ধকার ঘোচায়।

অজয় দেবগণ শ্রদ্ধাজ্ঞাপন করে জানান, সারা জীবনের এক আইডল, তাঁর গান সারা জীবন আগলে রাখব।

কোকিলকণ্ঠীর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।নিজের ব্লগে সুর-সম্রাজ্ঞীর প্রয়াণের খবরে অমিতাভ লেখেন, ” তাঁর আওয়াজ এখন ধ্বনিত হবে স্বর্গে।’

সালমান খান লিখেছেন, তার কণ্ঠ সবসময় থাকবে সবার স্মৃতিতে।’

অভিনেত্রী মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘লতা তাইয়ের স্মৃতি সবসময় আমাদের সাথে থাকবে।’

সঞ্জয় দত্ত টুইটে লিখলেন, ‘ লতা মঙ্গেশকরজি আপনার গান, ব্যক্তিত্ব, সবই আজীবন রয়ে যাবে।’

করণ জোহরের লিখেছেন, ‘আজ স্বর্গলোক প্রকৃত অর্থেই এক সুরের পরীকে পেয়েছে। ‘শৈশবে লতাজির গান শুনে বড় হয়েছি।

জুহি চাওলার টুইট করেছেন, ‘ কোকিলকণ্ঠী কিংবদন্তী শিল্পী আর আমাদের মধ্যে নেই। মেনে নিতে কষ্ট হচ্ছে।’

আনুশকা শর্মা লিখেছেন, ‘ লতাজির কণ্ঠের জন্যই উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

ফারাহ খান লিখেছেন, ‘কিংবদন্তীর মৃত্যু নেই।’

 

Topics

Lata Mangeshkar Singer Bollywood Celebrity Entertainment Kolkata

Related Articles