Home খেলাধুলাক্রিকেট সৌরভের করা তেলের বিজ্ঞাপন সরানো হল কেন? জানতে পড়ুন

সৌরভের করা তেলের বিজ্ঞাপন সরানো হল কেন? জানতে পড়ুন

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হওয়ার জের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা একটি একটি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন তুলে নেওয়া হল। একটি ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন সৌরভ। কিন্তু সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট। চার দিনের মধ্যেই টেলিভিশন থেকে সেই তেলের বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হল। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলিংই সৌরভের করা বিজ্ঞাপনটি তুলে নেওয়ার কারণ।

টিভি খুললেই নিয়মিত এই তেলের বিজ্ঞাপনে হাসিমুখে দেখা যেত সৌরভকে। গত বছর ওই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন তিনি। পণ্যটির ট্যাগলাইন ছিল, ‘এই তেল আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।’ পণ্যটির মুদ্রিত বিজ্ঞাপনে লেখা থাকত, ‘দাদা আপনাদের ৪০-এ স্বাগত জানাচ্ছে।’

সেই সৌরভই কিনা মাত্র ৪৮ বছর বয়সে নিজেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ফলে হৃদযন্ত্র সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি এই ব্র্যান্ডের তরফে দেওয়া হচ্ছিল, তা যে কতটা ‘ফাঁপা’, সেটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। তাদের দাবি, সৌরভ এই বিজ্ঞাপনের মুখ, অথচ তিনি নিজেই অসুস্থ। তাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই পণ্যের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করা হোক। অনেকে ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানানোর দাবিও তোলেন।

কোম্পানিটির তরফে জানানো হয়েছে, আপাতত সব জায়গায় এই বিজ্ঞাপনের প্রচার বন্ধ রাখা হচ্ছে। নতুন করে রিব্র্যান্ডিং করে ফের তা প্রচার করা হবে। তবে সৌরভকে যে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরানো হচ্ছে না, এটাও কোম্পানির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।সংস্থার মুখপাত্র বলেছেন,’ সৌরভের সঙ্গে আমরা যুক্ত থাকতে চাই। তিনিই ভবিষ্যতে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন।’

Related Articles

Leave a Comment