Home খেলাধুলাক্রিকেট সৌরভের মতো দাদা স্নেহাশিসেরও হৃদযন্ত্রে ব্লকেজ, বসছে স্টেন্ট

সৌরভের মতো দাদা স্নেহাশিসেরও হৃদযন্ত্রে ব্লকেজ, বসছে স্টেন্ট

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সৌরভের পর এবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হৃদযন্ত্রে সমস্যা রয়েছে সৌরভের দাদারও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার তাঁর দাদা প্রাক্তন রণজি ক্রিকেটার তথা সিএবি কর্তার হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়েছে। মহারাজের মতোই গাঙ্গুলি-বাড়ির রাজ অর্থাৎ স্নেহাশিসের হৃদযন্ত্রেও বসছে স্টেন্ট।

স্নেহাশিস নিজেই এদিন বললেন, ‘হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সৌরভ উদ্যোগ নিয়ে আমাকে নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে বলে। সেখানেই জানতে পারলাম আমার হার্টের আর্টারিতেও ব্লকেজ রয়েছে।

এরপর চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করি। ওঁরাই স্টেন্ট বসানোর পরামর্শ দিয়েছেন। ২২ জানুয়ারি এটা হবে। সৌরভ যে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখানেই অ্যাঞ্জিয়োপ্লাস্টির গোটা প্রক্রিয়াটা হবে। একই ডাক্তার স্টেন্ট বসাবেন।’

সৌরভের এখনও দুটি স্টেন্ট বসানো বাকি। সেটি এই মাসের শেষে হবে। কলকাতায় হওয়ার সম্ভাবনা বেশি। অথবা বাইরের কোনও হাসপাতালেও হতে পারে। দিন কয়েক আগে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। স্টেন্ট বসানোর পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

Related Articles

Leave a Comment