Home ভিডিও স্কুল খোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর, উচ্ছ্বসিত বিরোধীরা

স্কুল খোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর, উচ্ছ্বসিত বিরোধীরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যা খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য ‘পাড়ায় শিক্ষালয়’।করোনা সংক্রমণের জেরে প্রায় ২ বছর রাজ্যে বন্ধ স্কুল কলেজ। জানুয়ারিতে কয়েকদিনের জন্য নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হলেও ফের তা বন্ধ হয়ে যায়। অবশেষে নবান্নে স্কুল খোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।খুলবে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআইগুলি।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩,৪২৭ জন

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৪ ও ৫ তারিখ সরস্বতী পুজোর ছুটি রয়েছে। ছাত্রছাত্রীরা যাতে সরস্বতী পুজো করতে পারে সেজন্য ৩ তারিখ থেকে খুলে যাবে স্কুল – কলেজ। অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন স্কুলেই হবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে। শিক্ষকরা উপযুক্ত স্থান বেছে ক্লাস নেবেন। তবে প্রাথমিক বিভাগ এখনই খোলা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল খোলার ঘোষণার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্কুল বন্ধ রাখা নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ তুলেছিলেন,” ইচ্ছাকৃতভাবেই এই সরকার স্কুল-কলেজ বন্ধ রাখছে যাতে আগামী প্রজন্ম শিক্ষিত না হতে পারে তাতে করে কেউ সরকারের কাছে চাকরির দাবি করবেনা।

অন্যদিকে বিগত কয়েকদিন ধরে স্কুল খোলরা দাবিতে তুমুল আন্দোলন শুরু করেছে বিরোধী দলগুলি। স্কুল খোলার ঘোষণা হতেই উচ্ছ্বাস দেখা যায়। এই আনন্দকে উদযাপিত করতে এসএফআইয়ের পক্ষ থেকে এদিন লাল আবির খেলা হয়। এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বললেন,”  জো জিতা ওহি সিকান্দার আজকে আমাদের আংশিক জয়। সম্পূর্ণ ভাবে খুললেই বেশি খুশি হতাম, তবে এটুকু দিয়েই শুরু হোক! এই আন্দোলনের পথে যারা যেভাবে সঙ্গী হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরিকাঠামো মেনে এবার শুরু হলেই ভাল।”

কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক স্তরের জন্য খোলা হয়নি স্কুল গুলি। তাই এই জয়কে তাঁরা তাদের আংশিক জয় হিসেবেই ধরে নিয়েছেন। আন্দোলনের চাপে যখন রাজ্য সরকার এতটা করেছেন এরপর বাকিটাও হবে বলে আশাবাদী তাঁরা।

Topics

Mamata Banerjee Covid19 Vaccine Administration Kolkata

Related Articles

Leave a Comment