কলকাতা, ৩০ জানুয়ারি: ভোটের মুখে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ ফেব্রুয়ারি একদিনের ঝটিকা সফরে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।
পাখির চোখ বিধানসভা ভোট। রাজ্যবাসীর মন পাওয়ার চেষ্টার কসুর করছে না বিজেপি। ‘নিয়ম’ করে রাজ্যে আসছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। এবার ফের একবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ঝটিকা সফরে আসবেন মোদী। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই সফর।
৭ ফেব্রুয়ারি সোমবার কলকাতা হয়ে হলদিয়ায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই দিনই প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে যাবেন। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর এই সফর-সূচিতে কোনও রাজনৈতিক সভা-সমাবেশ রাখা হয়নি। হলদিয়ায় প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক আমন্ত্রণপত্র পাঠিয়েছে। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী অতিরিক্ত একদিন রাজ্যে থাকলে ৮ ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করতে পারেন।
বিজেপি রাজ্য নেতৃত্ব মোদীকে দিয়ে সভা করানোর চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এব্যাপারে দলের বঙ্গ ব্রিগেডের আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও এই ব্যাপারে কথা বলা হয়েছে।