Home ভিডিও ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজ

৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বুধবার ভারতের ৭৩তম গণতন্ত্র দিবস। ৭২ বছর আগে ঠিক আজকের দিনেই দেশের সংবিধান কার্যকর করা হয়েছিল। গণতন্ত্রে পরিণাত হয়েছিল ভারত। এবর আবার দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ। কেন্দ্রীয় সরকারের তরফে তাই পালন করা হচ্ছে ‘আজাদি কা মহোৎসব’। এই পরিস্থিতিতে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কোভিডবিধি পালন করে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে অভিবাদন গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে নেতৃত্ব দেন প্যারেড কমান্ডার- লেফটেন্যান্ট জেনারেল বিজয় কুমার মিশ্র, অতি বিশেষ সেবা পদক, একজন দ্বিতীয় প্রজন্মের সেনা কর্মকর্তা। উপস্থিত ছিলেন মেজর জেনারেল অলোক কাকার, চিফ অফ স্টাফ, দিল্লি এরিয়া প্যারেড সেকেন্ড-ইন-কমান্ড।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

সকাল ১০টা ৫-এ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। ১০টা ১৫-য় রাজপথে পৌঁছন তিনি।
২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় কুচকাওয়াজ। বিটিং দ্য রিট্রিটে অংশ নেয় দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক,  অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও, দেওয়া হয় অশোক চক্র, পরমবীর চক্র।

৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি দিল্লির রাজপথে বিগত বেশ কয়েকদিন ধরে জোর কদমে চালানো হচ্ছিল। আজাদি কি অমৃত মহোত্সব উত্সবের সূচনা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।  স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করতে ফ্লাইপাস্ট করে ৭৫টি বিমান বা কপ্টার। মার্চপাস্টে প্রথমবার দেখা যায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন।

প্রজাতন্ত্র দিবস প্যারেডে সামরিক শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে ভারত। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসাবে স্বাধীনতার ৭৫তম উদযাপন উপলক্ষে অনেক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছিল।

Topics

India  Republic Day  Celebration Administration Kolkata

Related Articles

Leave a Comment