কলকাতা টুডে ব্যুরো:উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির পাশে দাঁড়াতে লখনউয়ে পৌঁছে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনে লড়াই করলেও উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে তৃণমূল কংগ্রেস। যোগী রাজ্যে মঙ্গলবার অখিলেশের সঙ্গে একটি যৌথ সভা ও যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো। পরে বারাণসীতে সপা-র সমর্থনে তাঁর একটি সভা করার কথা রয়েছে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সমাজবাদী পার্টির জন্য প্রচারে লখনউ যাচ্ছি। অখিলেশ সিংহ যাদব উত্তরপ্রদেশে জিতুক, এটা চাই। অখিলেশ যে লড়াই করছেন, তাতে সবার পাশে থাকা উচিত। উত্তরপ্রদেশ ভোটে তৃণমূল লড়াই না করলেও, প্রচারে যাচ্ছি।”
এর পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “মমতার উত্তরপ্রদেশ সফরে লাভ হবে যোগীজির-ই। বাংলায় যে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে, তা গোটা দেশ দেখেছে।”
বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জোর ধাক্কা গিয়েছে তৃণমূল কংগ্রেস। দুশো আসন পেয়ে ক্ষমতায় আসা তো দূর অস্ত একশোর নীচেই আটকে গিয়েছে গেরুয়া শিবির। এবার বাংলার বাইরেও শিকড় ছড়াচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরা পুরভোটে ২৪ শতাংশ ভোট পেয়েছে তারা। এবার তৃণমূলের লক্ষ্য বিজেপির শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে তাকে ধাক্কা দেওয়া।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata