Home রাজনৈতিক অধীর-আব্বাস দ্বন্দ্বে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন

অধীর-আব্বাস দ্বন্দ্বে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন

by Kolkata Today

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: রবিবার বাম-কংগ্রেসের ডাকে ব্রিগেডে ছিল সংযুক্ত মোর্চার সভা। সেই সভায় সব থেকে বেশি স্লোগান উঠল সদ্য গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকিকে ঘিরে। আর যা বিড়ম্বনার কারণ হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে। তবে এদিনের ব্রিগেডে হাততালি কুড়িয়ে ‘হিরো’ হয়েও জোটের তাল কেটে ‘ভিলেন’ হয়ে গেলেন আব্বাস সিদ্দিকি। অধীর-আব্বাস দ্বন্দ্ব জোট অর্থাৎ সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে গেল। আর এই দ্বন্দ্বে বিজেপি-তৃণমূল নেতাদের মুখে চওড়া হাসি।

এদিন ব্রিগেডে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বক্তৃতা দিচ্ছেন, ঠিক সেই সময়েই মঞ্চে ওঠেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। আব্বাস মঞ্চে উঠতেই স্লোগানে কেঁপে উঠল ব্রিগেড। কান পাতা দায়। এদিন আর কোনও নেতার নাম ঘোষণার সময় এত স্লোগান ওঠেনি। স্লোগানের চোটে বক্তব্য মাঝ পথে থামিয়ে দিতে হয় অধীর চৌধুরীকে। আব্বাস এদিন মঞ্চে উঠে একে একে সকলের সঙ্গে কোলকুলি করেন, হাত মেলালেন। কিন্তু অধীরের সঙ্গে হাত মেলাননি। এর কিছুক্ষণ পরেই দেখা যায় মহম্মদ সেলিম আর বিমান বসু আসেন অধীরের কাছে। সেলিম কিছু একটা বলেন। জবাবে অধীর বললেন, আমি তাহলে চলে যাচ্ছি। বক্তব্য রাখছি না। বলেই মাস্ক পরে নিলেন। এরপর বিমান বসু আটকান অধীরকে। বলেন, ‘এটা কী করে হয়! আপনি বক্তব্য শেষ করুন।’ এরপর বক্তব্য শেষ করেন অধীর।

এরপর বক্তব্য রাখতে আসেন আব্বাস। নাম নেন সেলিম, বিমান বসুর। কিন্তু অধীরের নাম নেননি। তারপর ব্রিগেডের মঞ্চে নিজের বক্তব্যে কংগ্রেসকে স্পষ্ট বার্তা দিয়ে আব্বাস সিদ্দিকি বললেন, ‘বামেদের সঙ্গে আমাদের জোট হয়েছে। যে আসন চেয়েছিলাম ওরা অনেকটাই মেনে নিয়েছে। ৩০টি আসনে সমঝোতা হয়েছে। যেখানে যেখানে বাম শরিক দলের প্রার্থী আছেন আমরা তাদের ভোট দেব। কংগ্রেসের নাম নিলাম না বলে অনেকে কিছু ভাবতে পারেন। তাই বলছি, আমাদের দরজা খোলা আছে। বন্ধুত্বের হাত বাড়ালে সমর্থন। ভাগিদারী করতে এসেছি তোষণ করতে নয়। ভিক্ষা চাই না, অধিকার চাই, অংশীদারিত্ব চাই। সনিয়া গান্ধী শুনছি আমাদের জোটে চাইছেন কিন্তু এখানে কেউ বাধা দিচ্ছে।’

এদিনে আব্বাসের ব্রিগেড বক্তৃতায় যেভাবে বামেদের প্রতি সমর্থন আর কংগ্রেসের প্রতি হুঁশিয়ারি শোনা গেল তাতে প্রচণ্ড ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিন অধীর চৌধুরী বলেন, ‘ঠিক বেঠিক মানুষ বিচার করবে। আপনারা সাংবাদিকরা এর ব্যাখ্যা করবেন। আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আমাকে বামেরা ডেকেছিল। আমি গেছি, বলেছি!’ এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘আব্বাস কী বলছেন জানি না। বামেদের সঙ্গে আমাদের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। এখনও পুরোটা অমীমাংসিত। সেটা পরিষ্কার করে জানতে পারলে তবেই তো বলতে পারব কাকে কটা আসন ছাড়তে পারব।’

Related Articles

Leave a Comment