Home সংবাদসিটি টকস অবশেষে হাইকোর্ট থেকে অনুমতি মিলল গঙ্গাসাগর মেলা আয়োজনের

অবশেষে হাইকোর্ট থেকে অনুমতি মিলল গঙ্গাসাগর মেলা আয়োজনের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: অবশেষে মিলল রায়। হাইকোর্ট থেকে অনুমতি মিলল গঙ্গাসাগর মেলা আয়োজনের। আয়োজন এর পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন হবে। কমিটিতে থাকবেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদি। বিরোধী দলনেতা বা তার প্রতিনিধি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তার প্রতিনিধি। শুক্রবার বেলা দুটোর সময় গঙ্গাসাগর মেলা হবে কিনা তার রায় শোনাল কলকাতা হাইকোর্ট। এই দিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব এছাড়া ছিলেন  বিচারপতি কেসান ডমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ। 

 

বছর শুরু থেকেই গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কোভিড ডিসেম্বরের মাঝখান পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও তারপরে  তারপরে যে হারে বাড়ছে তা লক্ষ্য করে অনেকের মনে সন্দেহ ছিল গঙ্গাসাগর মেলা নিয়ে। কারণ প্রতি বছর মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরের যে পরিমাণ মানুষের সমাগম হয় তাতে সংক্রমণ ঠেকানোর সম্ভাবনা খুবই কম। 

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলার কোভিড বিধি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শমীক ভট্টাচার্য

তবে এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জানায় যে তারা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির জন্য সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিল আদালত এবং তাসত্ত্বেও হাইকোর্ট সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় মেলা শুরুর সঙ্গে সঙ্গে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা এই তিন সদস্যের হাতে থাকবে।    

Related Articles

Leave a Comment