কলকাতা টুডে ব্যুরো: কলকাতা, মুম্বই, আহমেদাবাদ ও চেন্নাইয়ে করোনা সংক্রমণের হার উল্লেখ করে রাজ্যকে বিঁধেছেন শুভেন্দু।করোনা সংক্রমণের সাম্প্রতিক ঢেউকে নবান্ন মেড করোনা বলে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রিসমাস, নববর্ষ ও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের ভিড়ের কথা উল্লেখ করে টুইটে কটাক্ষ করেছেন শুভেন্দু। জনস্বাস্থ্যে অব্যবস্থায় এগিয়ে বাংলা বলেও কটাক্ষ করেছেন শিশিরপুত্র।
আরও পড়ুন :বাংলায় ওমিক্রন আক্রান্ত আরও ১
শুভেন্দু অধিকারীর দিকে পাল্টা তোপ দেগেছেন মেয়র ফিরহাদ হাকিম। ‘অর্ধশিক্ষিতের মতো কথা বলছেন শুভেন্দু। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি করোনা হচ্ছে না! সারা ভারতবর্ষে করোনা হচ্ছে। যে ঢেউটা এসেছে তাতে সারা পৃথিবীতে করোনা হচ্ছে। সারা বছর সব বন্ধ করে রাখলে মানুষ বাঁচবে কী করে? কোভিডে মৃত্যুর হার খুব কম। সব বন্ধ করে দিলে মানুষ তো না খেয়ে মারা যাবে। যারা দিন আনে দিন খায় তাদের কী হবে? তাদের কী ব্যবস্থা হবে তা ভেবে সিদ্ধান্ত নিতে হয়। এদের তো তা নেই। ‘, শুভেন্দুকে এভাবেই পাল্টা কটাক্ষ করলেন ফিরহাদ।
করোনা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ কমিটি গঠন নিয়ে দিলীপ ঘোষের পরামর্শ নিয়েও সরব হন ফিরহাদ হাকিম। তিনি বলেন, কেন্দ্র সরকারের এনিয়ে একটি কমিটি রয়েছে। তারা পরামর্শ দিচ্ছে। এরপরও স্বাস্থ্যভবনে বিশেষজ্ঞরা রয়েছেন। তারাও পরামর্শ দিচ্ছেন। দিলীপ ঘোষ বা শুভেন্দু এমন মনে করছেন শুধু পশ্চিমবঙ্গে করোনা হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এটা হচ্ছে। বরং ভারতের অন্য জায়গা থেকে পশ্চিমবঙ্গে এসেছে। এই শুভেন্দুরা এতবেশি দিল্লি যাতায়াত করে যে এরাই নিয়ে আসছে এসব।
Topics
Firhad Hakim BJP TMC Administration Kolkata