কলকাতা টুডে ব্যুরো:অ্যাপ-ক্যাব চালকদের সুবিধা দিতে ভাড়ার পুরো অংশই চালকদের দেওয়ার কথা ঘোষণা করেছে রাইড অ্যাপ।নেতাজির জন্মদিনে আশার কথা শোনাল অ্যাপ ক্যাব সংস্থা RYDE। করোনাকালে আগামী ১ মাস এই অ্যাপের সঙ্গে যুক্ত গাড়িচালকদের কাছ থেকে কোনও কমিশন নেওয়া হবে না। রবিবার ভবানীপুরে ওই উদ্যোগের সূচনা করেন সংগঠনের সভাপতি মদন মিত্র। তিনি বলেন, ‘‘চালকেরা এই উদ্যোগের ফলে অতিমারি পরিস্থিতিতে সঙ্কটের মোকাবিলা করতে পারবেন। যাত্রীরাও ন্যায্য ভাড়ায় সফরের সুযোগ পাবেন।’’
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
অতিমারিতে সকলের আর্থিক সামর্থ্য কমেছে। এই অবস্থায় চালকদের কমিশন দিতে হলে সমস্যা আরও জটিল হয়। সে দিক থেকে এই ব্যবস্থা ভাল বলেই মনে করছেন অনেকে।
Topics
Madan Mitra BJP TMC Administration Kolkata