Home ভিডিও আগামী দু-তিন মাসের মধ্যে খুলতে চলেছে টালা ব্রিজ

আগামী দু-তিন মাসের মধ্যে খুলতে চলেছে টালা ব্রিজ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: অপেক্ষার আর দু-তিন মাস। নববর্ষেই বঙ্গবাসীকে উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । আগামী দু-তিন মাসের মধ্যে খুলতে চলেছে টালা ব্রিজ । দ্রুতগতিতে চলছে এই সেতু সংস্কারের কাজ। শুক্রবার এই সেতুর কাজ পরিদর্শন করতে এলেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং স্থানীয় বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

পূর্ত দফতর সূত্রে খবর, প্রায় ৪৬৮ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি সংস্কার এবং নতুন করে নির্মাণ করা হচ্ছে। রেলের তরফে কোথায় কোথায় জটিলতা ছিল, কোথায় কোথায় কাজ এখন থমকে রয়েছে বা কোথায় কোথায় সংস্কার দ্রুত হলে আগামী তিন মাসের মধ্যে সেতুটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যাবে এইসব বিষয় নিয়ে সেতুর নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠক করেন অতীন ও মলয়রা।

আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৯১৫৪ জন

শুক্রবার তালা ব্রিজ পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এবং মলয় ঘটক কে ধন্যবাদ জানিয়ে অতীন ঘোষ বলেন কোন ব্রিজ এত দ্রুততার সঙ্গে তিনি এর আগে কখনো নির্মাণ হতে দেখেনি। উত্তর কলকাতার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার বড় একটি অংশ এই টালা ব্রিজ। মাত্র দুই বছরের মধ্যে এই ব্রীজ সংস্কার করে নজির গড়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং এই বিজ বন্ধ থাকাকালীনও যাতায়াতের জন্য যাতে কোনো মানুষের অসুবিধা না হয় তার জন্যেও যথাযথ ব্যবস্থা করেছিলেন পুর্তমন্ত্রী মলয় ঘটক।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এর কিছু দিন পরই ওই সেতু ভাঙার কাজ শুরু হয়। উত্তর কলকাতার ওই গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছিল, তার র্জীর্ণ অবস্থার কথা। তার পরেই রেলের সঙ্গে আলোচনার পর সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেতু ভেঙে নতুন করে তৈরি করার পরামর্শ আগেই দেওয়া হয়েছিল। নবান্নে রিপোর্ট দিয়েছিলেন মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না। টালা সেতুর হাল পরীক্ষা করে তৎকালীন মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দিয়েছিলেন রায়না। সেটা ২০১৯-এর অক্টোবর। মুখ্যসচিবের কাছে জমা দেওয়া যা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

শুক্রবার ব্রিজ পরিদর্শনে এসে পুর্ত মন্ত্রী মলয় ঘটক বলেন আগামী দু-তিন মাসের মধ্যে যদি অন্য কোনো ঘাত-প্রতিঘাত না আসে তাহলে টালা দিয়েছি খুলে দেওয়া সম্ভব হবে। আমরা এর আগেও একবার টালা ব্রিজ পরিদর্শনে এসেছিলাম কার খুবই দ্রুততার সঙ্গে হচ্ছে এবং আমরা আশা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাহায্যে আমরা এই ব্রিজ খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলে দিতে দিতে পারব।

 

গত অক্টোবরে সেতুর একটি অংশ নির্মাণের ছাড়পত্র মিলেছিল। সেতু নির্মাণের দায়িত্বে থাকা রাজ্য পূর্ত দফতর গত ডিসেম্বরের ৬ তারিখ রেললাইনের উপরের অংশের নকশা, নির্মাণ পরিকল্পনা-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেলের কাছে অনুমতি চায়। রেল গত ৭ই ডিসেম্বর ছাড়পত্র কমিশনার অব রেলওয়ে সেফটির হাতে তুলে দেয়। কমিশনার ছাড়পত্র দিতেই বাকি কাজে আর বাধা নেই। শীঘ্রই এই সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছে রাজ্যের পূর্ত মন্ত্রী মলয় ঘটক।

Topics

Tala Bridge Construction  Infrastructure Administration Kolkata

Related Articles

Leave a Comment