কলকাতা টুডে ব্যুরো:এবার খুলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলও । বাদ যাচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র-ও।১৬ তারিখ থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল।করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে বাচ্চাদের স্কুল খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই বিষয়ে কোভিড বিধিও তৈরি করা হবে বলে জানিয়েছিলেন। আর এহেন ইঙ্গিত দেওয়ার কয়েকদিনের মাথায় রাজ্যে প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত।
রাজ্যে কোভিড বিধিনিষেধ শিথিল হল আরও খানিকটা। কমল রাত্রিকালীন বিধিনিষেধ সময়সীমাও।কয়েক দিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আবার করোনার একটা নতুন জিন আসবে বলছে। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটার যদি বিপজ্জনক না হয়। তাহলে একদম ছোটদেরটা ৫০ শতাংশ করে আমরা খুলতে পারি কি না সেটা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে নিলে, সোমবার যারা এলো মঙ্গলবার এল না, মঙ্গলবার যারা এলো বুধবার এলো না, তাহলে প্রাথমিক শ্রেণিটাও চলতে পারবে’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই খোলা হচ্ছে সমস্ত স্কুলের প্রাথমিক বিভাগ , খুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও। সোমবার নয়া কোভিড গাইডলাইন জারি করে এ কথা জানাল নবান্ন। তবে কঠোর বিধি মেনে তবেই স্কুলে প্রবেশের অনুমতি পাবে পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata