কলকাতা টুডে ব্যুরো: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথের পরিবর্তন আর সেই সাথে আশা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এই দুয়ের প্রভাবেই এই বৃষ্টিপাত। প্রভাব বেশি পড়বে পশ্চিমের জেলাগুলিতে। ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব -পশ্চিম বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪৮ ঘন্টায়। এবং পশ্চিমের জেলা গুলোর দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
১৩ এবং ১৪তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে ১৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর নিয়ে কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী
১৫ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া থাকবে তবে ১৫তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তারপর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩থেকে ৫ডিগ্রি বেশি চলছে এটা তিন চার দিনে কোন পরিবর্তন হবে না তবে ১৬ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা আবার কমবে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের এবার বাড়িতে তৈরি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার
কলকাতার ক্ষেত্রে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং ১৩ ও ১৪ তারিখ বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভবনা। কলকাতার ক্ষেত্রেও সর্বনিম্ন তাপমাত্রা চারদিন স্বাভাবিকের থেকে উপরে থাকবে কিন্তু ১৬ তারিকের পর থেকে রাতের তাপমাত্রা কমবে।
Topics
Alipore Weather Office Rainfall Winter Administration Kolkata