কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে আট দফায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। ২ মার্চ শুরু মনোনয়ন জমা দেওয়ার কাজ।
তার আগে সম্ভবত সোমবারই প্রকাশিত হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। সোমবার কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করবেন তিনি। সেখানেই প্রকাশিত হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা।
তবে এবার আর একবারে নয়। ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। সেক্ষেত্রে সোমবার প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।
এখন দেখার শাসকদলের প্রার্থী তালিকায় কী চমক থাকে!