Home সংবাদবর্তমান ঘটনা আধুনিক ও সম্ভাবনাময় ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই বাজেট, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আধুনিক ও সম্ভাবনাময় ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই বাজেট, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার লোকসভায় মোদি সরকারের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশের পর তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, আধুনিক ও সম্ভাবনাময় ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই বাজেট। কৃষক থেকে নয়া প্রজন্ম এই বাজেটে উপকৃত হবেন ভারতের সর্বস্তরের মানুষ।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩,৪২৭ জন

প্রধানমন্ত্রী  তাঁর ভাষণে বলেন, সর্বক্ষেত্রে এই বাজেট জনসাধারণের জন্য কার্যকরী এক বাজেট। ‘গরিবের কল্যাণকর’ এই বাজেট। ডিজিটাইলাইজেশনের ওপরও দেওয়া হয়েছে একইরকম গুরুত্ব।  প্রত্যন্ত পাহাড় থেকে ভারতের সর্বত্র যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক করবে। তাতে সর্বস্তরের সর্বাঙ্গীন উন্নতি হবে বলেই মন্তব্য মোদির ।

আরও পড়ুনঃ জেনে নিন কেন্দ্রীয় বাজেট ২০২২-র বিশেষ ঘোষণা

নির্মলা সীতারমণ বলেন, ”আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য। এয়ার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ট্রান্সফার শেষ। শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও।” কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংযোজন, ”ভারতের অর্থনীতি ধীর ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে। ৭৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণ হবে।”

Topics

Parliament Budget Session PM Modi Nirmala Sitharaman Administration  Kolkata

Related Articles

Leave a Comment