Home ভিডিও আনিসকাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি

আনিসকাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:‌ছাত্র নেতা আনিস খান খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি ।এই ঘটনার তদন্তে নেমেছে সিট। বুধবার রাজ্য পুলিশের ওপর ভরসা রাখার আর্জি জানিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, ১৫ দিনের মধ্যেই ছাত্র নেতা মৃত্যু রহস্য বেরিয়ে আসবে। ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে ২ জন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

অন্যদিকে এদিনও আনিস কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলে এবং আনিস খানকে সুবিচার পাইয়ে দেওয়ার দাবি তুলে বৃষ্টি কয়দিন ও এসএফআইয়ের আন্দোলন অব্যাহত ছিল।এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য।বললেন,”আনিস খানকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য এমন আন্দোলন করা হবে যা নবান্নের চৌদ্দতলাকে কাঁপিয়ে দেবে।”

এর আগে মঙ্গলবার সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী প্রসঙ্গ টেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন।

তবে এদিন আনিস কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দেন। মমতা বলেন, পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করছে। আমি এর মধ্যে ঢুকে কোনও প্রভাব খাটাতে চাই না। তবে আনিসের পরিবারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কড়া ভাবেই পুলিশ এগোচ্ছে। ফলে সবরকম ভাবে পুলিশকে কাজ করার বার্তা দেন তিনি।

এদিন বিরোধীদের আক্রমণ করে মমতা বলেনবলেন, আন্দোলন করলে, অবরোধ হলে রাস্তা বন্ধ থাকছে। মঙ্গলবার দীর্ঘক্ষণ রাস্তা আটকে রাখা হয়। যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন হলে বাইরে থেকে শিল্প আসবে কী করে। কলকাতায় বারবার বিক্ষোভ হয়। এটা বন্ধ হওয়া দরকার। “গত ৩০ বছরে যা হয়েছে তা আর হবে না বলে দাবি মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, হাথরাস কিংবা সিঙ্গুর কোন ঘটনায় সিবিআই বিচার পেয়েছে মানুষ? কাকে গ্রেফতার করেছে? কার্যত কেন্দ্রীয় তদন্তের প্রক্তিয়া নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি।

Topics

Mamata Banerjee Anish Khan SIT Administration Kolkata

 

Related Articles