#কলকাতা টুডে ব্যুরো:রাজ্য সরকারের গঠিত সিট–এর উপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। জেলা জজের পর্যবেক্ষণে আনিস কাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা বলল কলকাতা হাইকোর্ট। এমনকী আনিসের মোবাইল ফোন হায়দরাবাদে ফরেনসিক তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
অন্যদিকে বৃহস্পতিবার হাইকোর্টে আইনজীবীদের পক্ষ থেকে অনিস খনের নিষ্ঠুর হত্যার সঠিক তদন্ত চাই এই দাবি নিয়ে প্রতিবাদী মৌন মিছিল করা হয়। গোটা হাই কোর্ট চত্বর তারা ঘোরেন। তাদের বক্তব্য নাগরিক সমাজ এর বিরুদ্ধে গর্জে উঠুন এগিয়ে আসার আহ্বানও জানালেন এই আইনজীবীরা। সেইসঙ্গে বললেন বিগত দিনে যে ছাত্ররা একইভাবে শিকার হয়েছে সুদিপ্ত গুপ্ত মইদুল ইসলামের মতো প্রতিভাবান ছাত্ররা রাজ্য সরকারের তরফ থেকে আজও পর্যন্ত সুবিচার পাই নি! এই সরকার সিবিআইয়ের কথা শুনলেই লাফিয়ে ওঠে! বিগত দিনে 364 দিন তারা রাস্তায় কোনো দুর্ঘটনা হলে তখনও সিবিআই তদন্ত চাইত কিন্তু এখন উল্টো পুরান!
পাশাপাশি এদিন শহরে ও কান্ডের সঠিক তদন্তের দাবি তুলে ফের এসএফআইয়ের বিক্ষোভ মিছিল দেখা যায়। তাদের বিক্ষোভ মিছিল এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে স্লোগান শোনা যায়।
অন্যদিকে মানুষ কাণ্ড নিয়ে এখনও ফুঁসছে আমতা।আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার আমতা থানা অভিযান করলেন আন্দোলনকারীরা । শহরের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয় এবং আনিসের বিশ্ববিদ্যালয় আলিয়ার পড়ুয়ারাও এদিনের আন্দোলনে যোগ দিয়েছিলেন । উপস্থিত ছিলেন আনিসের বাবা সালেম খান, দাদা সাবির খান ও পড়শিরা। আমতা থানার বাইরে এদিন ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আমতা থানায় ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আমতা থানার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ।ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ।
মিছিল থেকেই আনিসের বাবার আবেদন করেন, সকলকে বসে পড়তে এবং শান্তি বজায় রাখতে। আগামী রবিবারের মধ্যে আমতা থানার ওসিকে গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। এমনকী আনিসের মৃত্যুর বিচার না হলে আগামী রবিবার এসপি অফিস ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
Topics
Anish Khan Protest SIT Administration Kolkata