Home ভিডিও আনিসের সুবিচারের দাবীতে কলকাতা পুরসভায় বিক্ষোভ মিছিল করল আইএনটিইউসি

আনিসের সুবিচারের দাবীতে কলকাতা পুরসভায় বিক্ষোভ মিছিল করল আইএনটিইউসি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ছাত্রনেতা আনিসের মৃত্যু-রহস্যকে কেন্দ্র করে ভবানী ভবনে তলব করা হল সাসপেন্ড হওয়া তিন পুলিশ কর্মী এবং এক জন সিভিক পুলিশকে। এই পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। এদের মধ্যে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য্যকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু পুলিশ-কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও সূত্রের খবর।

আনিস কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য। আনিসকে সুবিচার পাইয়ে দেওয়ার দাবি তুলে ছাত্রসমাজের বিক্ষোভ এখনো অব্যাহত। পাশাপাশি এদিনছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্য সঠিক তদন্তের দাবিতে সহ শ্রমিক দের বাকয়া পেনশন ও মেডিক্লেম নিয়ে কলকাতা পুর সভায় বিক্ষোভ মিছিল করল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি। কলকাতা পুর সভায় এদিন বিভিন্ন বিভাগে ঘুরে এদিন পুরসভার শ্রমিক কর্মচারীদের বকেয়া পেনশন ও মেডিক্লেম এর দাবিতে বিক্ষোভ মিছিলে সামিল হন কংগ্রেসের শ্রমিক সংগঠন। এদিন টিফিনের বিরতির সময় তারা নিজদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন দফতরের সামনে ঘুরে ঘুরে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করেন। যেখানে কলকাতা পুর সভার শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করেন। তাদের মূল দাবি দাওয়া তাদের বকায়া পেনশন এবং মেডিক্লেমের দাবি হলেও এদিন তারা আনিস খানের মৃত্যু নিয়েও সরব হন। কে এম সি আই এন টি ইউ সি র ইউনিয়নের সম্পাদক দুলাল ঘোষের নেতৃত্বে কলকাতা পুর সভার দ্বিতীয় তলা থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। কলকাতা পুর সভার বিভিন্ন বিভাগ ঘুরে কলকাতা পুর সভার মূল চপ্তারে এসে শেষ হয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি র বিক্ষোভ মিছিল।

Topics

Anish Khan SIT KMC INTUC Administration Kolkata

Related Articles