কলকাতা টুডে ব্যুরো:আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রাজ্য-রাজনীতি তোলপাড়। একদিকে রবিবারই তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে হয়েছিল মহামিছিল। নেতৃত্বে ছিলেন দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে আজ শহর জুড়ে আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বামপন্থী ছাত্র, যুব সংগঠনের ডাকে কলেজ স্ট্রিটে জনসভা। দোষীদের শাস্তির দাবিতেই এই বিক্ষোভ বলে জানা যায়।
বেলা বাড়তেই কলেজ স্টিট্রে হাওড়া এবং শিয়ালদহের দিক থেকে বাম ছাত্র সংগঠনের একাধিক কর্মী-সমর্থক উপস্থিত হয়। দুই মিছিলেই উপস্থিত বাম রাজ্য নেতৃত্ব। তবে মিছিল আসার আগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয় প্রশাসন। একদিকে যেমন ছিল জলকামান, তেমনই উপস্থিত ছিলেন পুলিসের উচ্চ আধিকারিকরা। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না হয়, তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিস-প্রশাসন। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বলা যায়, একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলেজ স্ট্রিট চত্বর।
Topics
Anish Khan Protest Agitation DYFI SFI Administration Kolkata