কলকাতা টুডে ব্যুরো:বুধবারই আনিস-হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁরা জানান, শুক্রবার আনিসের বাড়িতে গেলেও আনিসের মৃত্যু কী ভাবে হয়েছে তা তাঁদের জানা নেই। তাঁদের প্রশ্ন করা হয়েছিল, কেন সেই রাতে আনিসের বাড়িতে গিয়েছিলেন তাঁরা? কেউ কি তাঁদের যেতে বলেছিল? জবাবে ধৃত দুই পুলিশকর্মী জানান, তাঁরা ছাত্রনেতার আমতার বাড়িতে গিয়েছিলেন ‘‘ওসি-র নির্দেশে।’’এই ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন গ্রেফতার হওয়া হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার। সরাসরি ষড়যন্ত্র এবং ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁরা।
গ্রেফতার হওয়া হোমগার্ড কাশ্মীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য বলেন, “আমরা সম্পূর্ণ ভাবে নির্দোষ। আমাদের বলির পাঁঠা করে আনিস হত্যাকাণ্ডে জল ঢালা হচ্ছে। আমাদের থানা থেকে পাঠানো হয়েছিল। আমরা ওসি-র অর্ডার ক্যারি করে গিয়েছিলাম। আমরা ছিলাম না। আমাদের বলির পাঁঠা করা হচ্ছে।”
আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তে অনড় থাকলেও রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য বুধবার সাংবাদিক সম্মেলনে, সিট-এর সহযোগিতা করতে আবেদন জানান তাদের কাছে। আগামী ১৫দিনের মধ্যে এই ঘটনায় যাবতীয় তথ্য প্রকাশ্যে আনবে তদন্তকারী দল এমনটাই দাবি করেছেন ডিজি।
Topics
Anish Khan SIT Protest Administration Kolkata