Home ভিডিও ‘আমাদের হাতে পর্যাপ্ত বুস্টার ডোজ নেই’, বললেন ফিরহাদ

‘আমাদের হাতে পর্যাপ্ত বুস্টার ডোজ নেই’, বললেন ফিরহাদ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ভ্যরিয়েন্ট ওমিক্রন!এই পরিস্থিতিতে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। বড়দিনের রাতে প্রিকশন বা বুস্টার ডোজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির 

সেই মতো সোমবার থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া। কলকাতার সমস্ত টিকাকেন্দ্রে এই ডোজ পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ও ষাটোর্ধ্বরা। তবে ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে।

আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

তবে বুস্টার ডোজ নিয়ে সংশয় দেখা গেল রাজ্যে।’আমাদের হাতে পর্যাপ্ত বুস্টার ডোজ নেই’,এবার বললেন ফিরহাদ হাকিম।তিনি বলেন,”বুস্টার ডোজ নিয়ে আমাদের স্বাস্থ ভবনের নির্দেশ মেনে চলতে হয়। অনেকে বলছেন, ৯ মাস কেন? তার আগে নয় কেন? আমরা নিরুপায়। কেন শুধুমাত্র ৬০ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে? তার নিচে কত মানুষ আছেন, কোমর্বিড। তাঁদেরও বুস্টার ডোজ দেওয়া দরকার। তবে এই মুহূর্তে সবাই যদি করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেন তাহলে আমাদের হাতে পর্যাপ্ত বুস্টার নেই। সবাইকে দিতে পারব না।” তবে শুধুমাত্র বুস্টার ডোজই নয়। তাঁর মতে, করোনা টিকাও দেওয়া উচিত সবাইকে। করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে শিশুরাও। ফলে তাদেরও অবিলম্বে টিকা দেওয়া উচিত বলে মনে করেন তিনি।”

তিনি বলেন,”শিশুদের কেন টিকা দেওয়া হচ্ছে না? অনেক দেশে ১২ বছর বয়স থেকেই টিকা চালু হয়েছে। আমি নিজে দেখছি শিশুরা আক্রান্ত। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞদের ভেবে দেখা উচিত। করোনা বারবার চরিত্র বদলাচ্ছে। টিকা কিন্তু পুরনো। কতটা কার্যকরী থাকছে তা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু, ওই যে বললাম, আমি নিরুপায়। ডেল্টার পর ওমিক্রন। আমি শুনেছি আরও দুবার সে নিজের স্ট্রেন পালটেছে।”

Topics

Topics

Firhad Hakim Covid19 Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment