Home সংবাদবর্তমান আপডেট ‘আমি নিজে পুরবোর্ডের মনিটরিং করব,’ উত্তরবঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

‘আমি নিজে পুরবোর্ডের মনিটরিং করব,’ উত্তরবঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:উত্তরবঙ্গে নবনির্বাচিত কাউন্সিলরদের মানুষের জন্য কাজের পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, “মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। বেশি চাহিদা করা যাবে না। আমি নিজে পুরবোর্ডের মনিটরিং করব।”

কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, “মানুষ যেন কোনও অভিযোগ করতে না পারে। সকলকে এলাকায় ভাল করে কাজ করতে হবে। কলকাতাকে দেখলে যেমন সকলে বলে, ‘বদলে গিয়েছে’। রাজারহাটকে দেখলে বলে, ‘আন্তর্জাতিক স্থান হয়ে গিয়েছে’। সেই লক্ষ্য শিলিগুড়িতেও নিতে হবে। বেশি চাহিদা না যাবে না। মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। আমি নিজে মনিটরিং করব। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে আমাকে জানাতে হবে।”

মঙ্গলবার উত্তরকন্যায় পৌঁছে মুখ্যমন্ত্রী দলের ৩৭ জন কাউন্সিলরের সঙ্গে দেখা করেন। শুভেচ্ছা বিনিময় করে বেশ কিছু নির্দেশ দেন তিনি। গৌতম দেবকে পাশে নিয়ে উত্তরকন্যায় নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে ফটোসেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Topics

Mamata Banerjee BJP TMC  Administration Kolkata

Related Articles