কলকাতা টুডে ব্যুরো: এদিন প্রবীণ শিল্পীকে হারিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘আমি শোকস্তব্ধ প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যুতে। ওঁনার চলে যাওয়াটা কার্টুনের জগতে একটা অপূরণীয় শূন্যতা তৈরি করল’।
আরও পরুনঃ ফের করণা বিধিনিষেধে শিথিল করল রাজ্য সরকার
মুখ্যমন্ত্রীর দফতের তরফে জারি শোকবার্তায় লেখা রয়েছে, ‘বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন।
আরও পরুনঃ চলে গেলেন স্রষ্টা, রেখে গেলেন সৃষ্টি বিদায় নারায়ন দেবনাথ
একের পর এক কার্টুন চরিত্রের সঙ্গে বাঙালির বেড়ে ওঠা। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়, ম্যাজিশিয়ান পটলচাঁদ, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায়, পেটুক মাস্টার বটুকলাল, শুঁটকি আর মুটকী-র মত চরিত্ররা, যারা তাঁর হাতে বেড়ে উঠেছে। ওঁনার শেষকৃত্য নিয়ে এখনও কোনও পরিকল্পনা করা হয়নি। কোভিড বিধি মেনেই সময়টা আয়োজন করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। বার্ধক্য জণিত কারণেই বারে বারে অসুস্থ হয়ে পড়ছিলেন নায়ারণ দেবনাথ।
আরও পড়ুনঃ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
তাঁর হাতের তুলি যেন এক জাদুদণ্ড। যা চিরসম্মোহিত করে রেখেছে বাংলার শৈশবকে। জাগতিক নিয়মে শিল্পীর মৃত্যু হয়। কিন্তু তাঁর শিল্পের মৃত্যু হয় না। আগামী দিনেও ছুটির নিরালা দুপুরে ফের খুদে পাঠকদের ঘরে ফিরে ফিরে আসবে নারায়ণ দেবনাথ সৃষ্ট চরিত্ররা।
We were proud to bestow upon him Bengal’s highest award Banga Bibhusan in 2013. His passing away is certainly an immeasurable loss to the world of literary creativity and comics.
My deepest condolences to his family, friends, readers and countless fans and followers.— Mamata Banerjee (@MamataOfficial) January 18, 2022
Topics
Narayan Debnath Mamata Banerjee Tribute Asministration Kolkata