কলকাতা টুডে ব্যুরো: “করোনা যদি আরও বাড়ে, তাহলে হয়তো আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হতে পারে।” এদিন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে বললেন,”পুলিসকে বলব একটু কড়া হাতে মোকাবিলা করতে। বিধিনিষেধ পুরোপুরি মানুন। নাহলে যদি আরও বাড়ে, তাহলে হয়তো আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হতে পারে।”
আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ
তিনি বলেন,”৭-৮ দিনের মধ্যে ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যদিও হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজারের কিছু বেশি মানুষ। কোভিডের জন্য ১৯৪টি হাসপাতাল আমরা চিহ্নিত করেছি। পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্তাও আক্রান্ত হয়েছেন। খুব প্রয়োজন থাকলে তবেই বাইরে বেরোবেন। এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে। বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন। সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন। প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না। ”
আরও পড়ুনঃ ‘জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন,’ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এদিন মানুষকে সচেতন করে মমতা বললেন ,”মাস্ক পরার ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক কালীঘাটের বাড়ি থেকে করব। করোনা চিকিৎসায় ৩২ হাজারের বেশি বেড তৈরি আছে। রাজ্যে ১০ কোটি ৭৭ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ মানুষ। ৪০ শতাংশ মানুষ এখনও দ্বিতীয় ডোজ নেননি। ২৩.১৭ শতাংশ পজিটিভিটি রেট বেড়েছে। কন্টেনমেন্ট জোন রয়েছে ৪০৩টি। ওয়ার্ক ফ্রম হোমে জোর দিন। “আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও সংক্রমণ বাড়লে কড়া পদক্ষেপ করতে হবে,’ সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Topics
Mamata Banerjee Covid19 Vaccine Health Kolkata