Home ভিডিও ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতাজির উক্তি দিয়েই তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু স্বাধীনতা হাত পেতে ভিক্ষে নিতে রাজি ছিলেন না। তিনি বলেন দেশের প্রথম স্বাধীনতার ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি তিনি বলেন নেতাজির কর্মকাণ্ড ও আদর্শকে সম্মান জানাতেই নেতাজির নামে দুর্যোগ ব্যবস্থাপনা পুরষ্কার চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

মোদী বলেন দুর্যোগ মোকাবিলায় ভারত বর্তমানে স্বাবলম্বী হয়েছে।  দেশের স্বাধীনতার এই স্বপ্নই দেখিয়েছিলেন নেতাজি। সেই স্বপ্নই পুরণ করেছে তার সরকার। তিনি বলেন আজাদির অমৃৎ মহোৎসব পালন করছে দেশ। দেশ স্বাধীনর স্বপ্ন দেখেছিল দেশের অনেক মানুষ। সেই স্বপ্নই এতদিন পরে পুরণ করছে তার সরকার। তিনি বলেন বাবা সাহেব, বল্লবভাই প্যাটেল ও বীরসা মুণ্ডকে স্মরণ করা হয়েছে। তেমনই নেতাজির জন্মদিনে তাঁকেও স্পরণ করেছে গোটা দেশ। এই দেশের মানুষের সঙ্গে তিনি নেতাজির পাশাপাশি ইন্ডিয়ার ন্যাশানাল আর্মির সদস্যদেরও তিনি স্মরণ করেছেন।
তিনি আরও বলেন গত বছর এই বিশেষ দিন তিনি কলকাতায় ছিলেন। সেই সময় তিনি নেতাজির বাড়ি গিয়েছিলেন। যা তাঁর কাছে অত্যান্ত স্মরণীয়। তিনি আরও বলেন তাঁর সরকার নেতাজির সঙ্গে যুক্ত বেশ কিছু ফাইল প্রকাশ্যে এনেছে বলেও দাবি  করেন তিনি।

আরও পড়ুনঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে টুইট রাষ্ট্রপতির

ইন্ডিয়া গেটেই আপাতত থাকতে এই হলোগ্রাম স্ট্যাচু । নেতাজির একটি গ্র্যানাইট স্ট্যাচু তৈরি হচ্ছে। সেটির কাজ যতদিন না শেষ হয় ততদিন পর্যন্ত এই হলোগ্রাম স্ট্যাচু থাকবে ইন্ডিয়া গেটে। এদিন নেতাজির হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধনের পাশাপাশি সাতটি পুরষ্কারও প্রদান করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান প্রদান করেন নরেন্দ্র মোদী। নেতাজিকে সম্মান জানাতে এই বিশেষ পুরষ্কার চালু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, দিল্লির গেট অফ ইন্ডিয়া-তে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি বিশাল মূর্তি উন্মোচন করা হবে। নেতাজির মূর্তির ছবি টুইট করে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ‘নেতাজির এই বিশাল মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত তাঁর হলোগ্রাম মূর্তি এই জায়গায় থাকবে। আমি ২৩ জানুয়ারী নেতাজির জন্মবার্ষিকীতে হলোগ্রাম মূর্তি উন্মোচন করব।’

Topics

Netaji Subhas Chandra Bose  PM Modi  India Gate  Tribute  Administration  Kolkata

Related Articles

Leave a Comment