Home সংবাদ উত্তরাখণ্ডে বিপর্যয়, হলদিয়ার সভা থেকে পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

উত্তরাখণ্ডে বিপর্যয়, হলদিয়ার সভা থেকে পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

by Kolkata Today

হলদিয়া, ৭ ফেব্রুয়ারি: তুষারধসে বিপর্যয়। উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ার সভায় এসে সেই রাজ্যের তুষারধস ও বন্যা বিপর্যয় বিধ্বস্ত মানুষের জন্য সমবেদনার কথা বললেন তিনি। জানালেন, এই পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছে উত্তরাখণ্ডবাসী। উত্তরাখণ্ডের জন্য গোটা বাংলা প্রার্থনা করছে। গোটা দেশ প্রার্থনা করছে।

এদিন হলদিয়ার সভায় বক্তৃতা দিতে এসে প্রথমেই উত্তরাখণ্ডের পরিস্থিতির কথা তোলেন প্রধানমন্ত্রী। বলেন, মা গঙ্গার উত্তৎপত্তিস্থল ওই রাজ্যে উত্তরাখণ্ড বিপর্যয়ের মুখোমুখি। হিমবাহ ভাঙার ফলে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির খবর আসছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর ত্রিবেন্দ্র রাওয়াত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও এনডিআরএফের অফিসারদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন তিনি। পরিস্থিতির খবর নিচ্ছেন প্রতি মুহূর্তে। ওখানে এখন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে যাতে সেখানকার মানুষকে কোনও অসুবিধার মধ্যে না পড়তে হয় সেদিকেও জোর দেওয়া হচ্ছে। ওখানকার আবহাওয়া এখন বেশ ঠান্ডা। সেসব মাথায় রেখেই কাজ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি এদিন এও বলেন, উত্তরাখণ্ডের খুব কম সংখ্যক পরিবার এমন রয়েছে যাদের কোনও সদস্য সেনায় নেই। তাই তারা অত্যন্ত সাহসী। যে কোনও পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকে এখানকার মানুষ। তাই এই সময়ও সাহসিকতার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে তারা। উত্তরাখণ্ডের জন্য গোটা বাংলা প্রার্থনা করছে। গোটা দেশ প্রার্থনা করছে।

এখনও পর্যন্ত জানা গিয়েছে এই তুষারধসের ফলে ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি জলবিদ্যুৎ কেন্দ্রেরই বাঁধ ভেঙে গিয়েছে বলে খবর। চামোলি জেলার তপোবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। হরিদ্বার ও ঋষিকেশে বাড়ছে গঙ্গার জলস্তর। দুর্যোগ মোকাবিলা দপ্তর সহ সমস্ত এজেন্সিকে এখন হাই অ্যালার্টে রাখা হয়েছে।

Related Articles

Leave a Comment