কলকাতা টুডে ব্যুরো:উত্তরপ্রদেশে অষ্টাদশ বিধানসভা গঠনের জন্য ভোটগণনা চলছে। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা। শুরু থেকেই বিরোধীদের বহু পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার পার গেরুয়া শিবিরের, গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই। মণিপুরেও ব্যবধান বাড়াচ্ছে বিজেপি। ভোট গণনার প্রাথমিক প্রবণতা থেকেই স্পষ্ট হয়ে যায়, রাজ্যে ফের সরকার গড়়তে চলেছে গেরুয়া শিবিরই। পাঁচ বছর পর সরকারে প্রত্যাবর্তনের ব্য়াপারে সমাজবাদী পার্টির আশায় জল ঢেলেছে প্রাথমিক প্রবণতা।
ধাক্কায় উত্তরপ্রদেশে বড় লিড নিল গেরুয়া শিবির। পঞ্জাবে ক্রমেই এগিয়ে চলেছে আম আদমি পার্টি। গোয়ায় সকালে পিছিয়ে থেকে ক্রমেই লিডের পথে কংগ্রেস। মণিপুর, উত্তরাখণ্ডে ব্যবধান বাড়াচ্ছে গেরুয়া শিবির।দিন কয়েক আগেই কৃষক হত্যার জন্য সংবাদের শিরোনামে ছিল লখিমপুর খেরি। নির্বাচনের আগে বিরোধীদের টার্গেট ছিল এই এলাকা। কিন্তু আজ ফল ঘোষণা শুরু হতেই সেখানে প্রাথমিক ভাবে এগিয়ে বিজেপি।
বৃহস্পতিবার দেশের গুরুত্বপূর্ণ পাঁচ রাজ্য যথাক্রমে উত্তরপ্রদেশ , পঞ্জাব এবং রাজনৈতিকভাবে অস্থির উত্তরাখণ্ড , গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচন ২০২২-এর ভোট গণনা হবে। শীর্ষ রাজনৈতিক দলগুলি প্রত্যেকেই নিজেদের জয়ের দাবি করছে।
Topics
Assembly Election Uttar Pradesh BJP TMC Administration Kolkata