কলকাতা টুডে ব্যুরো:এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তবু যোগীর রাজ্যে যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে তা কখনোই সুস্থ সংস্কৃতির অংশ হতে পারে না। এদিন সাংবাদিক সম্মেলন করে যোগীর নিন্দায় সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন,”একটা সময়ে রাজ্যে মোদীজি থেকে আরম্ভ করে অমিত সাহ, যোগী সবাই এসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছিল গণতান্ত্রিক পরিবেশ কখনো যেন নষ্ট না হয়। আসলে যোগী সহ উত্তর প্রদেশের বিজেপি নেত্রী বৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে ভয় পাচ্ছে।” মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে যাওয়ার ফলে বিজেপির আশঙ্কা ভরাডুবি হবার। তাই এ ধরনের আচরণ করছে বলে এ দিন বিজেপি-কে পক্ষান্তরে প্রচ্ছন্ন হুমকি দিলেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ হাকিম রিভিউ মিটিং এর বিষয়ে সংবাদমাধ্যমকে জানান ,”৪ টি ফেজে কাজ চলছে হয়েছে । রিভিউ হল, এপ্রিল এই ফেস শেষ হওয়ার কথা, কোভিদের জন্য কাজ পিছিয়েছে তাই একবছর সময় চেয়েছি। ৩ ফেসে কাজের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এর কাছে অর্থ চাওয়া হয়েছে। এই ফেসে ১২৭/২৮/১০৯/ ১০৮/৫৭/৫৮ নম্বর ওয়ার্ডের আংশিক কাজ চলছে। পিছোনোর জন্য দায়ী করেছে কিছু কন্ট্রাক্টর কাজ করতে পারেনি। এডিপি নিয়ম বড় বড় প্রজেক্টের জন্য বড় বড় দী পি আর তৈরি হয়। সেই দী পি আর ফুলফিল করতে গেলে বাইরে থেকে কন্ট্রাক্টর আছে। তারাই স্থানীয় কন্ট্রাক্টর দের। এই ছোট কোম্পানি দের ক্যাশ ফ্লো থাকে না। আমরা এডিপি কাছের অনুরোধ প্রসেসে সহজ করলে স্থানীয় সংস্থা দিয়ে কাজ করা যাবে। বহু বাইরে পুরোনো কোম্পানি ভালো কাজ করেছে কিন্তু এখন ডুবে গেছে। এরা যে ছোট কোম্পানি কে দিয়ে কাজ করেছে তাদের কে টাকা দিতে পারছে না তাই কাজ থমকে আছে। এছাড়া বাইরে কোম্পানি সঙ্গে সহজে যোগাযোগ করা যায় না। বহু বার তাদের সঙ্গে যোগাযোগ করলে তখন একবার ভার্চুয়াল বৈঠকে আসে তারা। আমরা এডিবি কাছে আবেদন করেছি প্যাকেজ ছোট করে দিতে। মার্চের শেষ হওয়ার কথা ছিল সেটা এক বছর আরো সময় চেয়েছি। বেহালা, বেলগাছিয়া বেশ কিছু অংশ কাজ বাকি। শুধু ২ টো কোম্পানি জন্য সেটা ৬০% কাজে এসে দাঁড়িয়েছে। দুটো ড্রেনেজ টালিগঞ্জ কুদঘাটের কাছে কাজ বাকি আছে। বেহালা বর্ষার আগে জল জমা সমস্যা থাকবে না বেশি ভাগ জায়গা কাজ যে টুকু বাকি আছে সেটা সেজ দফতরের খালগুলো।”
Topics
Firhad Hakim BJP TMC Administration Kolkata