Home সংবাদ উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি করলেন মমতা, ভোটের বিধিভঙ্গের অভিযোগ তুললেন শুভেন্দু

উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি করলেন মমতা, ভোটের বিধিভঙ্গের অভিযোগ তুললেন শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি।রাজ্য সরকারের যত কলোনি আছে প্রত্যেকটি আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে। পাট্টা সময়ে সময়ে দেওয়া হবে। “নেতাজি ইন্ডোরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।৫২ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। গত তিন বছরে ২৭ হাজারের বেশি পাট্টা বিলি করেছি বলেও জানালেন মমতা।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা বিলি কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,”আমি নিজে উদ্বাস্তু নিয়ে অনেক আন্দোলন করেছি।বাংলার বাড়ি প্রকল্পে ভারতের মধ্যে প্রথম পশ্চিমবাংলা।উদ্বাস্তুদের জন্য বনহুগলিতে হয়েছে হাউসিং প্রজেক্ট এই অনুষ্ঠান থেকে জানালেন মুখ্যমন্ত্রী ।

তবে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির জন্য ভোট বিধি ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন মুখ্যমন্ত্রী কে ট্যাগ করে টুইটে বললেন,” আমি দলিল দেওয়ার বিরুদ্ধে নই। কিন্তু রাজ্যে পুরো ভোটের নির্ঘণ্ট বেজে গেছে। এই সময় কি করে এই অনুষ্ঠান হতে পারে?”

তার পরেই তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন ,”শাসক দলের স্বার্থে কমিশন চুপ করে আছে।”

Topics

Mamata Banerjee  CM Schools  Administration Kolkata

Related Articles