কলকাতা টুডে ব্যুরো:”আজ কেই দল ছাড়লেন,আজকেই প্রশংসা করতে হল।আমার মনে হয়,আগে থেকে যোগাযোগ ছিল।এটা প্রমাণ হয় গেল উনি ওখানেই ছিলেন।দলের সঙ্গে বেইমানি করেছেন।” সাংবাদিক বৈঠকে বহিস্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাকে এভাবে আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
বাইরে থেকে লোক এনে দলকে চালনা করা হয়েছে বলেও এদিন সাংবাদিক বৈঠকে অভিযোগ তোলেন জয়প্রকাশ মজুমদার। তার এই মন্তব্যের পাল্টা অর্জুন সিং বললেন,” দলের কোন কর্মীর সাথে ওনার যোগাযোগ আছে কিনা জানিনা।উনি বলেছিলেন ভবানীপুরের লোক।কিন্তু ভোটের প্রচারে কখনও যাননি ভবানীপুরের।”
আরও পড়ুনঃ টিটাগড়ে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর উপর হামলা , অল্পের জন্য রক্ষা
হাই কমান্ড প্রথা চলেছে বিজেপিতে জয় প্রকাশের এই অভিযোগের বিরোধিতা করে অর্জুন সিং বলেন ,”বিজেপি কর্মীদের পার্টি। এখানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপিতে যদি এই ধরনের বিষয় থাকতো। তাহলে এত বড় দল হতো না বিজেপি।
নিচু তলার কর্মীদের সাথে প্রতারণা-নিচু তলার কর্মীদের অন্ততপক্ষে দশ জনের নাম বলুন। আমি মেনে নেব, বিজেপি করতেন। ”
ভার্চুয়ালি কার মাইক বন্ধ করা হয়, মিথ্যা বলছেন। পার্টি মধ্যে সব কথা আলোচনা হতে পারে। এর বাইরে কিছু না। এই কথা বলে জয়প্রকাশ কে কটাক্ষ করলেন অর্জুন সিং।
যারা আঠারোটা সিট জেতাল তাদেরকে গুরুত্ব নই । জয়প্রকাশ এর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্জুন বলেন,”
কারা সিট জিতালো সেটা আমরা জানি। দলের কর্মীরা সিট জিতেয়ে এনেছে।”
Topics
Arjun Singh BJP TMC Administration Kolkata